ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএল, কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড মুজিবের, লোকেশ রাহুলের দ্রুততম ফিফটি (১৫ বলে), প্রথম ম্যাচে পাঞ্জাব একাদশে জায়গা হয়নি গেইলের

দিল্লীকে হারিয়ে শুরু পাঞ্জাবের

প্রকাশিত: ০৪:৩২, ৯ এপ্রিল ২০১৮

দিল্লীকে হারিয়ে শুরু পাঞ্জাবের

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) জয় দিয়ে আসর শুরু করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। রবিবার দিনের প্রথম ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের দল। অধিনায়ক গৌতম গাম্ভীরের ৪২ বলে ৫৫, ঋষভ পন্থের ১৩ বলে ২৮ ও ক্রিস মরিসের ১৬ বলে ২৭* রানে ভর করে ৭ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে দিল্লী। জবাবে লোকেশ রাহুল (৬ চার ও ৪ ছক্কায় ১৬ বলে ৫১) ও করুন নায়ারের (৩৩ বলে ৫০) বিস্ফোরক দুটি হাফ সেঞ্চুরির সৌজন্যে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। ম্যাচে পাঞ্জাবের হয়ে মাত্র ১৭ বছর ১১ দিন বয়সে অভিষেক হয়েছে আফগান অফস্পিনার মুজিব-উর রহমানের। ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আইপিএল খেলার নতুন রেকর্ড গড়েছেন তিনি। আগের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন ভারতীয় সরফরাজ খান (১৭ বছর ১৭৭ দিন)। অভিষেকটাও হয়েছে স্বপ্নের মতো। নিজের তৃতীয় বলেই পেয়েছেন প্রথম উইকেট। ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে পেছনে ফেলে পাঞ্জাবের একাদশে সুযোগ পেয়েছেন মুজিব-উর রহমান। আর অভিষেকেই ৪ ওভারে ২৮ রানে পেয়েছেন ২ উইকেট। শেষ পর্যন্ত তার দলও জিতেছে বড় ব্যবধানে। এবারের আইপিএলে গেইলের দল পাওয়া নিয়েই অনেক নাটক হয়েছিল। গত জানুয়ারিতে নিলামের প্রথমদিন কোন ফ্র্যাঞ্চাইজিই তার জন্য ‘বিড’ করেনি। নিলামের দ্বিতীয়দিন প্রথমবার নাম উঠলেও গেইলকে কেউ ডাকেনি। তৃতীয় দফায় নাম ওঠার পর তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপীতে কিনে নেয় পাঞ্জাব। দল পেলেও পাঞ্জাবের প্রথম ম্যাচের একাদশে উপেক্ষিত থাকলেন টি২০ ক্রিকেটের অন্যতম বড় এই তারকা। গেইলকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ১৭ বছর বয়সী আফগান অফস্পিনার। ব্যতিক্রম বৈকি!
×