ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনন্যা এ্যাওয়ার্ড পেলেন কিরণ-মারিয়া

প্রকাশিত: ০৪:৩১, ৯ এপ্রিল ২০১৮

অনন্যা এ্যাওয়ার্ড পেলেন কিরণ-মারিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাক্ষিক ‘অনন্যা’ ২০১৭ সালের সেরা ১০ মহিলাকে সম্মাননা দিয়েছে। এই এ্যাওয়ার্ড পেয়েছেন ক্রীড়াঙ্গনের দু’জন নারীও। অনন্যার বিবেচনায় ২০১৭ সালের সেরা নারী ক্রীড়া সংগঠক হয়েছেন ফিফা কাউন্সিল মেম্বার, বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন অনুর্ধ-১৫ ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্দা। শনিবার বাংলা একাডেমি মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারজানা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি। ‘অনন্যা’ সম্পাদক তাসমিমা হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। নিজ নিজ অবস্থান থেকে ফুটবলের জন্য উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেলেন কিরণ ও মারিয়া। কিরণ ফিফা কাউন্সিল মেম্বর হওয়া প্রথম বাংলাদেশী। মারিয়া মান্দা বাংলাদেশের নারী ফুটবল দলের অন্যতম চালিকাশক্তি। গত ডিসেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়ন হওয়া এবং কিছুদিন আগে হংকংয়ে জকি চারজাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অনুর্ধ-১৫ দলের অধিনায়কত্ব করেছেন তিনি।
×