ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিবালার হ্যাটট্রিকে শিরোপার আরও কাছে জুভেন্টাস

প্রকাশিত: ০৪:৩১, ৯ এপ্রিল ২০১৮

দিবালার হ্যাটট্রিকে শিরোপার আরও কাছে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে জুভেন্টাস। টানা ৬ বার ইতালিয়ান সিরি’এ চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার সেই সংখ্যাটাকে সাতে উন্নীত করার পথে আরও এগিয়ে গেছে তারা। শনিবার রাতে রেলিগেশনের ফাঁদে বেকায়দা মতো আটকেপড়া বেনেভেন্তোকে ৪-২ গোলে হারিয়েছে ওল্ড লেডিরা। হ্যাটট্রিক করেছেন পাওলো দিবালা। এর ফলে ৩১ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভালভাবেই টিকে আছে জুভরা। দুইয়ে থাকা নেপোলির ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট। অপরদিকে ফিওরেন্টিনার কাছে ২-০ গোলে হেরে গেছে এএস রোমা। এ হারে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। জুভেন্টাস চলমান সিরি’এ লীগে অনেকটাই ভারমুক্ত হয়ে খেলছে। তাদের এখন মূল চিন্তা উয়েফা চ্যাম্পিয়নন্স লীগ নিয়ে। নিজেদের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হেরে বেশ চাপের মুখে আছে তারা। সেমিতে ওঠার জন্য এখন রিয়ালের মাঠে গিয়ে অন্তত ৪-১ গোলের জয় পেতে হবে। তিনদিন পর দ্বিতীয় লেগের সেই ম্যাচটি নিয়েই এখন পরিকল্পনা আঁটছে জুভরা। কারণ সিরি’এ শিরোপার ইতোমধ্যেই গন্ধ পেতে শুরু করেছে তারা। শনিবার রাতে বেনেভেন্তোর বিপক্ষে অবশ্য খুব ভালভাবে জয়টা এসেছে এমন নয়। দিবালার হ্যাটট্রিকটাই ব্যবধান গড়ে দিয়েছে। মালির ফরোয়ার্ড চেইক ডায়াবেটের জোড়া গোলে সমতায় ফিরেছিল। এরপরও ৪-২ গোলের জয় পেয়েছে শীর্ষে থাকা জুভেন্টাস। লীগ টেবিলের একেবারে তলানিতে অবস্থান বেনেভেন্তোর। ৩১ ম্যাচে এটি তাদের ২৬তম হার। অপরদিকে লীগের শুরুর দিকে রোমা শীর্ষস্থানে থাকলেও ক্রমেই তাদের অবনমন ঘটছে। এই মুহূর্তে অবশ্য তিন নম্বরেই আছে তারা। কিন্তু ঘরের মাঠে ফিওরেন্টিনার কাছে হেরে এখন সেই অবস্থানও ঝুঁকির মুখে। কিছুদিন আগেই ফিওরেন্টিনার অধিনায়ক ডেভিড আস্তোরি হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেন। এরপরও তারা জয় তুলে নিয়েছে ২-০ গোলে। ১৯৫৯-৬০ মৌসুমের পর এই প্রথম টানা ৬ ম্যাচ জেতার স্বাদ পেল ফিওরেন্টিনা।
×