ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের ক্রিকেটাররাও খেলবেন

আবার বিসিএল শুরু মঙ্গলবার

প্রকাশিত: ০৪:২৯, ৯ এপ্রিল ২০১৮

আবার বিসিএল শুরু মঙ্গলবার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু হয়েছিল ৯ জানুয়ারি। রাউন্ড রবিন লীগ পদ্ধতির এ ফ্র্যাঞ্চাইজি লীগে মাঝপথে বিরতি আসে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) শুরু হওয়ায় বিরতি থাকে। আবার মঙ্গলবার থেকে মাঠে গড়াবে বিসিএল। এবার খেলবেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও। বরাবরের মতো চারটি দল খেলছে। বিসিবি উত্তরাঞ্চল, ওয়ালটন মধ্যাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। একেক দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল এরই মধ্যে তিনটি করে ম্যাচ খেলেছে। বাকি রয়েছে আর তিনটি করে ম্যাচ। এই ম্যাচগুলোই এখন হবে। মঙ্গলবার শুরু হবে। ২৭ এপ্রিল শেষ হবে। মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল লড়াই করবে। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল মুখোমুখি হবে। এটি চতুর্থ রাউন্ড। এরপর ১৭ এপ্রিল পঞ্চম ও ২৪ এপ্রিল ষষ্ঠ রাউন্ড শুরু হবে। ষষ্ঠ রাউন্ড শেষেই শিরোপা কোন্ দল জিতেছে তা নিশ্চিত হয়ে যাবে। এ মুহূর্তে বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল আছে সুবিধাজনক স্থানে। উত্তরাঞ্চলের ৩৪ ও পূর্বাঞ্চলের ৩০ পয়েন্ট রয়েছে। দক্ষিণাঞ্চলের ২৬ ও মধ্যাঞ্চলের ১৯ পয়েন্ট আছে। সবচেয়ে বিপাকে রয়েছে মধ্যাঞ্চল। দলটি ১টি ম্যাচ হেরেছে। দুটি ম্যাচ ড্র করেছে। বাকিদের মধ্যে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল কোন ম্যাচে হারেনি। সবকটিতে ড্র করেছে। বোনাস পয়েন্ট পেয়ে পূর্বাঞ্চল এগিয়ে আছে। উত্তরাঞ্চল জিতেছে একটি ম্যাচ। ড্র করেছে দুটি ম্যাচ। তাতেই সবার উপরে আছে। এবার বিসিএলে কোন ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়নি। কিন্তু মঙ্গলবার শুরু হওয়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলার মধ্যে পঞ্চম রাউন্ডে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচটি মিরপুরে হবে। এই ম্যাচটির ওপর শিরোপা জয়ী দলও বোঝা হয়ে যেতে পারে। বিসিএলে এর আগে কখনই পূর্বাঞ্চল শিরোপা জিততে পারেনি। এর আগে পাঁচবার হয় এ লীগ। প্রথমবারসহ মোট দুইবার মধ্যাঞ্চল চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয়বারসহ দক্ষিণাঞ্চলও দুইবার শিরোপা জিতে। গত মৌসুমে উত্তরাঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়। এবার তাহলে পূর্বাঞ্চলের পালা? তা সময়ই বলবে। এবার জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও খেলবেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএল খেলছেন। তারা দুইজন খেলতে পারবেন না। এর বাইরে তামিম ইকবালের খানিক ইনজুরি আছে। তিনিও নাও খেলতে পারেন। তাসকিন আহমেদের অবস্থাও একই। তাসকিন শেষ পর্যন্ত খেলতেও পারেন। বাকিরা খেলবেন।
×