ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গভূমির সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান আজ

প্রকাশিত: ০৬:৫১, ৮ এপ্রিল ২০১৮

বঙ্গভূমির সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান আজ

সংস্কৃতি ডেস্ক ॥ ‘গ্রীস্মের খরতাপে কবিতার বর্ষণে, প্রাণে প্রাণে জাগুক মানবতা’ সেøাগানে গ্রীস্মকালীন কবিতা উৎসব ও ‘বঙ্গভূমি সম্মাননা-২০১৮’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গভূমি সাহিত্য পর্ষদ (বসাপ) এর কেন্দ্রীয় কমিটি। আজ রবিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা, কবিতা উৎসব ও সম্মাননা প্রদান করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য কবি মুহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক সরকার বকুল। অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি নিশাত খান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গভূমির উপদেস্টা সুলতান মাহমুদ রনি, ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল হোসেন। সভাপতিত্ব করবেন কবি ও নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শব্দ সম্পাদক কবি সরোজ দেব, কবি টিপু রহমান, নাট্যজন আলী আহসান, কবি আনিসুর রহমান খান, সাংবাদিক সাজু আহমেদ, কবি মতিয়ার রহমান, কবি শিল্পী মাহমুদা, লেখক ও সংগঠক সাঈদা নাঈম ও কবি রাশেদ রেহমান। অনুষ্ঠান তত্বাবধানে থাকবেন বসাপের সভাপতি মোহাম্মদ ওলিউল ইসলাম(ভারত) এবং সাধারণ সম্পাদক মিজান হাওলাদার। এবার বঙ্গভূমি বর্ষসেরা পদক ২০১৮ মনোনয়ন প্রাপ্তরা হলেন আসলাম সানী (বর্ষসেরা শিশু সাহিত্যিক), নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন (বর্ষসেরা চলচ্চিত্র-‘হরিজন’), আনিসুর রহমান খান (বর্ষসেরা কিশোর উপন্যাস ‘প্রেতপুরীর সন্ধানে’) টিপু রহমান-(বর্ষসেরা সংগঠক), রাশেদ রেহমান (বর্ষসেরা উপন্যাস- ‘আজিরন বেওয়া’)। বঙ্গভূমি পদক ২০১৮ পাচ্ছেন সাজু আহমেদ-(অভিনয় শিল্পী), সৈয়দা কামরুন নাহার শাহ্নূর (সেরা অভিনেত্রী), শিল্পী মাহমুদা (কবিতা), সুলতান মাহমুদ রনি (সম্পাদক, প্রকাশক), শহিদুল ইসলাম নিরব ( কবি) কণা চৌধুরী ( প্রোগ্রাম অর্গানাইজার), জাকারিয়া জাহাঙ্গীর (কবি), কিরণ আহমেদ (কবি ও সংগঠক), আলমগীর কবির হৃদয় (সংগঠক), রেজাউল করিম জীবন (সংগঠক), মাসুদ রানা সাকিল (কবি ও সংগঠক ), ইব্রাহীম খলিল (কবি), সুরঞ্জিত বারাই (কবি), সেলিম সাইফুল (কবি), লিমন মেহেদী ( কবি ও চিত্রশিল্পী), এসএম জসিম ভূঁইয়া (সম্পাদক, প্রকাশক), নীলা হোসেন (কবি), রোকসানা আক্তার রিয়া (কবি), তরিকুল ইসলাম রিয়াজ (কবি)। এছাড়া বঙ্গভূমি বিশেষ সম্মাননা ২০১৮ পাচ্ছেন জাকারিয়া সাজিত (তরুণ কবি), আলমগীর সাকিব (তরুণ কবি), কুমকুম খাতুন (কবি) রিয়াজ হাসান রনি ও রিফাত আওয়াল।
×