ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাউথ এশিয়ান ক্লাব টিটি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

প্রকাশিত: ০৬:৪৭, ৮ এপ্রিল ২০১৮

সাউথ এশিয়ান ক্লাব টিটি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো এ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল সাউথ এশিয়ান ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়। সিজেকেএস জিমনেশিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান, বীর বীক্রম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার মুনির হাসান ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর। এ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন ফাতেমা বেগমের সভাপতিত্বে এবং সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক ও চ্যাম্পিয়নশিপের আহ্বায়ক মোরশেদুল আলম সঞ্চালনায় উপস্থিত ছিলেন। ছয় দেশের প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন দলগুলো খেলবে এই টুর্নামেন্টে। খেলা হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে। অংশ নেবে বাংলাদেশের পাললিক গ্রুপ, ভারতের বেঙ্গল ক্লাব, ভুটানের থিম্পু টিটি ক্লাব, নেপালের হুয়াই টিটি ক্লাব, মালদ্বীপের মলদোভিয়ান টিটি ক্লাব ও শ্রীলঙ্কার সাউদার্ন টিটি ক্লাব। তবে সাউথ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানের লীগ চ্যাম্পিয়ন করাচী জিমখানা ক্লাবের দুই খেলোয়াড় কমনওয়েলথ গেমসে যাওয়ায় তারা আসছে না। আজ নেপালের খেলোয়াড়রা চট্টগ্রামে পৌঁছাবেন। পরদিন বাকি চার দেশের খেলোয়াড়রাও আসবেন। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
×