ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ ॥ ডিআইইউতে সেমিনার

প্রকাশিত: ০৬:২৬, ৮ এপ্রিল ২০১৮

ক্যাম্পাস সংবাদ ॥ ডিআইইউতে সেমিনার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকদের নিয়ে গত ৩১ মার্চ ইউনিভার্সিটির গ্রীনরোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে ‘বিল্ডিং নেটওয়ার্ক ফর কোলাবরেশন রির্সাস এ্যান্ড এডুকেশনাল লিংকেজ’-শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের ফেলো ও ঢাকা বিশ^বিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মুহিবুর রহমান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের পরিচালক ড. এম এ মাজেদ, ডুয়েটের আর্কিটেক্চার বিভাগের ডীন অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কেএম মোহসীনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেনÑ ট্রেজারার অধ্যাপক ড. মাইনুল ইসলাম ও ইউজিসির কোয়ালিটি এ্যাসুরেন্সের স্পেশালিস্ট ড. আহমেদ তাজমীন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শওকত আরা হোসেন। আইকিউএসির পরিচালক ড. সিরাজুল ইসলাম প্রধান আইকিউএসি রিলেটেড কর্মকা- সম্পর্কে অবহিত করার পাশাপাশি তিনি একটি ভিডিও সেশন পরিচালন করেন। সেমিনার সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মিলি সুলতানা। ক্যাম্পাস প্রতিবেদক
×