ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

প্রকাশিত: ০৬:২৫, ৮ এপ্রিল ২০১৮

খালেদার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট কামরুল ইসলাম। বিএনপিকে উদ্দেশে করে তিনি বলেন, ‘আপনারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছেন। একজন রাজনৈতিক নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কারাবিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।’ শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রগতির পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। সংগঠনের উপদেষ্টা জাকির আহমদের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুতও না, তাদের আন্দোলন হবেও না। আপনারা (বিএনপি) হুমকি দিয়ে বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন। কুঁজোর চিৎ হয়ে শোয়ার স্বপ্ন যেমন সার্থক হয় না। আপনাদের মতো দলেরও আন্দোলন করে সরকারের পতন ঘটানোর স্বপ্নও সত্যি হবে না। আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভীত নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা জনগণের ভেতর থেকে উঠে আসা একটা দল। কাজেই আমাদের এই সমস্ত হুমকি ধমকি দেবেন না। সরকার বা আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে কামরুল ইসলাম বলেন, সরকার বা আওয়ামী লীগের বিএনপিকে ভাঙার কোন প্রয়াস নেই। এগুলো আপনারা করেছেন। বিভিন্ন সময়ে আপনারা সরকারে থাকার সময় করেছেন। সরকারের এগুলো করার কোন অভিপ্রায় নেই। তিনি বলেন, বিএনপি ভাঙবে কি একাট্টা থাকবে, এটা বিএনপির বিষয়। বিএনপির শুভবুদ্ধিসম্পন্ন নেতারা একজন ফেরারি আসামির (তারেক জিয়া) নেতৃত্ব মানতে চান না, তাকে ঘৃণাভরে দেখেন। এই ঘৃণা করার কারণে যদি বিএনপি ভাঙ্গে, তবে ভাঙতেও পারে। ওই পলাতক আসামিকে নেতা হিসেবে পছন্দ না করার জন্য বিএনপি ভাঙলে আমাদের কিছু করার নেই।
×