ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ ॥ সিইসি

প্রকাশিত: ০৫:৫১, ৮ এপ্রিল ২০১৮

আগামী নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ ॥ সিইসি

স্টাফ রিপোর্টার ॥ এটা খুবই দুঃখজনক হবে, যদি দশম সংসদ নির্বাচনের মতো হয়। সব দল অংশ না নিলে ভাল নির্বাচন হবে না। তবে আমার দৃঢ় প্রত্যাশা সব দল নির্বাচনে আসবে। ইসির প্রতি কোন দলের অনাস্থা নেই। দলগুলোর রাজনৈতিক বিষয়ে অনাস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ। কোন দল যদি আগের অবস্থানেই থাকে, তবে সেটা দুঃখজনক হবে উল্লেখ করেন। শনিবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। সেই দৃঢ়তা কমিশনের রয়েছে। আশাকরি সব দল নির্বাচনে অংশ নেবে। নির্বাচনকালীন কেমন সরকার হবে, সেটা কমিশনের কোন বিষয় নয়। তবে পদে থেকে নির্বাচন করার ক্ষেত্রে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আচরণ বিধিমালায় পরিবর্তন আনা হবে। সংসদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে প্রার্থীদের প্রচারণায় একটু সমস্যা থেকেই যায়। বিষয়টি বিবেচনা করে সেভাবে আচরণ বিধি তৈরি করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে বলেন এখনও এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে ব্যবহার করব। আগে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের মাধ্যমে নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ভোটার ও রাজনৈতিক দলগুলো যদি সমর্থন দেয়, তখনই কেবল জাতীয় নির্বাচনে ব্যবহারের চিন্তা করা হবে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে কতগুলো ‘যদি’ আছে। বিশেষ দলগুলো এবং ভোটাররা যদি ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে একমত হয়, তবেই ব্যবহার করব। ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন করা অনেক কষ্টকর। তাই নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করতেই হবে। তবে আগে স্থানীয় নির্বাচনে ব্যবহার করে আস্থা অর্জন করতে হবে। সিইসি এ সময় স্বাধীনতা অর্জনে সাংবাদিকদের অনেক অবদানের কথাও উল্লেখ করে কৃতজ্ঞতা জানান। পিআইবির প্রশিক্ষক জিলহাস উদ্দীন নিপুণের সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্থার মহাসচিব মোঃ শাহ আলমগীর সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন।
×