ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৪:৩৫, ৮ এপ্রিল ২০১৮

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ এপ্রিল ॥ জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শুভখাই গ্রামের ইটাখলা বাজারে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকানঘর ও দু’টি ইজিবাইক পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে আনুমাণিক ১০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত মনোহারি ব্যবসায়ী সাহের উদ্দিন ফকির জানান, শুক্রবার রাতে তিনি প্রতিদিনের মতো তার দোকান ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে দুইটার দিকে হঠাৎ ঘরে আগুন দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সাহের উদ্দিন ফকির, রইছ উদ্দিন ফকির, মোস্তফা মিয়া ও মোশারফ হোসেনের চারটি মনোহারি দোকান, নির্মল ও বাদল শীলের দু’টি সেলুন এবং বিদ্যুতের চার্জের জন্য রাখা জামাল উদ্দিন ও সুজন মিয়ার দু’টি ইজিবাইক পুড়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন স্থানীয়রা। সরকার উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৭ এপ্রিল ॥ ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে বদলে দেবেন। দারিদ্র্যমুক্ত দেশ গড়বেন। এ লক্ষ্যে তিনি সততা স্বচ্ছতা জবাবদিহিতা এবং সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় দুলারহাট থানার আনুষ্ঠানিক কার্যক্রম ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নীলিমা জ্যাকব কলেজের একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দুলার হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এসব কথা বলেছেন। মন্ত্রী আরও বলেন, সরকার দেশের উন্নয়ন এবং জনগণের নিরাপত্তায় কাজ করছে। জেলা পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
×