ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিউদ্দিনের কুলখানিতে নিহতদের তিন স্বজনকে চাকরি প্রদান

প্রকাশিত: ০৪:৩৪, ৮ এপ্রিল ২০১৮

মহিউদ্দিনের কুলখানিতে নিহতদের তিন স্বজনকে চাকরি প্রদান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর পারিবারিক উদ্যোগে অনুষ্ঠিত কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০ জনের মধ্যে ৩ জনের স্বজনকে চাকরি দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৯তম অধিবেশনে চাকরি প্রদানের এই বিষয়টি অনুমোদন পায়। চাকরিপ্রাপ্তরা হলেন নিহত কৃষ্ণপদ দাশের স্ত্রী চন্দনা দাশ, ঝন্টুদাশের স্ত্রী লাকী দাশ, সত্যব্রত ভট্টাচার্যের স্ত্রী প্রিংকা শর্মা। এদেরকে অফিস সহায়ক, ল্যাব এটেনডেন্ট ও ল্যাব টেকনিশিয়ান হিসেবে চাকরি দেয়া হয়েছে। সিন্ডিকেট অধীবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধদাশ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোঃ আখতার হোসেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক ড. নুরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডাঃ মোঃ আইনুল হক, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক এম নুরুল আবসার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মোঃ আবদুল হালিম, ফার্মালোকলজি বিভাগের অধ্যাপক ড. একেএম সাইফুদ্দিন, প্যাথলজি ও প্যারাসাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাসুদুজ্জামান, ভেটেরিনারি ক্লিনিকস পরিচালক অধ্যাপক ড. ভজন চন্দ্র দাশ, রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য সচিব মির্জা ফারুক ইমাম। দৌলতপুরে এ্যানথ্রাক্সে আক্রান্ত ১৫ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৭ এপ্রিল ॥ দৌলতপুরে অসুস্থ গরুর মাংস খেয়ে গৃহবধূসহ ১৫ জন এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। শনিবার দুপুরে উপজেলার আশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পচামাদিয়া গ্রামের বাসিন্দা আমিনুজ্জামান মজনু স্থানীয় সাংবাদিকদের জানান, ১০-১২ দিন আগে পচামাদিয়া গ্রামের কামাল হোসেনের অসুস্থ গরু একই এলাকার লাভলু কসাই জবাই করে গ্রামবাসীর মাঝে বিক্রি করে। এই গরুর মাংস খেয়ে পচামাদিয়া গ্রামের গৃহবধূসহ ১৫ জন এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে সোহেল, গৃহবধূ তাছলিমা খাতুন, সুমি, মনি, ফরিদা পারভীন, টুনুয়ারা খাতুন, লাভলু কসাই, জনি, কামরুল ও কামাল দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
×