ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই শিক্ষিকার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৩৪, ৮ এপ্রিল ২০১৮

দুই শিক্ষিকার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৭ এপ্রিল ॥ জাজিরা উপজেলার লাউখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষিকার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ক্লাস বর্জন করেছে। এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে ভুক্তভোগী শিক্ষিকাদের স্বজনরা অভিযোগ করেছেন। জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার মুক্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমারের সহযোগিতায় দীর্ঘদিন প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে কোচিং বাণিজ্য চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের ওই কোচিংয়ে পড়ার জন্য বাধ্য করছেন। এতে বিদ্যালয়ের অন্য শিক্ষিকারা বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাহমিনা আক্তার মুক্তা। এ ঘটনায় বৃহস্পতিবার সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার মুক্তা তার স্বামীকে ফোন করে ডেকে আনেন বিদ্যালয়ে। এ সময় তাহমিনা আক্তার মুক্তার স্বামী সানজিদ মাহমুদ সুজন তার সহযোগীদের নিয়ে বিদ্যালয়ে এসে অপর সহকারী শিক্ষিকা সালেহা শারমিন ও সুরাইয়া ইয়াসমিনকে বাঁশের টুকরা দিয়ে আঘাত করেন এবং গালিগালাজ করে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেন। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছেন ওই শিক্ষিকারা। এ বিষয়ে জানতে চাইলে তাহমিনা আক্তার মুক্তার স্বামী সানজিদ মাহমুদ সুজন মুঠোফোনে বলেন, আমি কাউকে আঘাত করিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার বলেন, আমি ঘটনার দিন ছুটিতে ছিলাম, কিছু বলতে পারব না। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আয়ুব আলী খান বলেন, আমরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
×