ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় রামদার আঘাতে কৃষক নিহত

প্রকাশিত: ০৪:৩৩, ৮ এপ্রিল ২০১৮

চুয়াডাঙ্গায় রামদার আঘাতে কৃষক নিহত

নিজস্ব সংবাদদাতা, ৭ এপ্রিল, চুয়াডাঙ্গা ॥ আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদা গ্রামে মাদকসেবীর অস্ত্রাঘাতে হেলাল বিশ্বাস (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত হেলাল জুগিরহুদা গ্রামের মরহুম একদেল বিশ্বাসের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯টার দিকে। জানা গেছে, সকালে হেলাল তার জমিতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে জুগিরহুদা গ্রামের হাসিবুল হকের ছেলে মানিক (২৫), তার চাচা ওই গ্রামের মরহুম মসলেম উদ্দিনের ছেলে মজিবুল, মন্টু, পিন্টু ও সন্টুসহ তাদের আরও আত্মীয়স্বজন একত্রিত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় মানিক ধারালো রামদা দিয়ে হেলালের দু’পায়ে কোপাতে থাকে। তাদের অভিযোগ গত ২৬ মার্চ হেলাল, মানিককে ইয়াবাসহ পুলিশের কাছে ধরিয়ে দেয়। অসংখ্য ধারালো অস্ত্রের কোপে হেলালকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সে মারা যায় বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান। মাদারীপুরে যুবকের রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, শ^শুরবাড়ি বেড়াতে গিয়ে রানা মৃধা (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ^শুরবাড়ির লোকজন রানার মৃত্যু আত্মহত্যা বলে প্রচার করলেও রানাকে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে পারিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাতারিয়া গ্রামে। নেত্রকোনায় যুবকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্তপুর গ্রাম সংলগ্ন উব্দাখালি নদীর চর থেকে সজিব (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সজিব কান্তপুর গ্রামের ইছাম উদ্দিনের ছেলে। জানা গেছে, সজিব ৮-১০ বছর যাবত ওই গ্রামের বিল্লাল হোসেনের হাঁসের খামারে কাজ করত। শনিবার সকালে এলাকাবাসী স্থানীয় উব্দাখালি নদীর চরে তার লাশ পড়ে থাকতে দেখে। এ সময় তার কোমরে রশির সাহায্যে একটি ধানের বস্তা বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
×