ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত চার

প্রকাশিত: ০৪:৩২, ৮ এপ্রিল ২০১৮

খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত চার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ চারজন নিহত ও ৮ জন আহত হয়েছে। শনিবার বেলা পৌনে ১টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের মাঝেরবেড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভ্যানচালক আসাদুল মোড়ল (৩৫) এবং ভ্যানের যাত্রী নারায়ণ ম-ল (৬৫) ও মাহেন্দ্র যাত্রী শাকিবুল ইসলাম (৭) ও তার বাবা কবির সরদার। নিহত আসাদুল মোড়ল ও নারায়ণ ম-লের বাড়ি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে এবং অন্য দুই জনের বাড়ি ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে বলে জানা গেছে। জানা গেছে, পাইকগাছা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মাঝেরবেড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনার পরপরই বাসটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক আসাদুল মোড়ল ও ভ্যানের যাত্রী নারায়ণ ম-ল মারা যান। এ দুর্ঘটনায় মাহেন্দ্র চালকসহ ৭-৮ জন নারী-শিশুসহ আহত হয়। এদের মধ্যে শাকিবুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাটে পরীক্ষার্থী নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট, থেকে জানান, শনিবার উচ্চ মাধ্যমিক ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কালাই মহিলা কলেজের ছাত্রী মহসিনা আক্তার টিয়ার ট্রাকের চাপায় নিহত হয়েছে। এ সময় আরও ৪ জন অটোরিক্সাভ্যানযাত্রী আহত হয়। কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সরাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কালাই মহিলা ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মহসিনা আক্তার টিয়া পরীক্ষা দিয়ে একটি অটোরিক্সাভ্যানযোগে বাড়ি ফিরছিল। গাজীপুরে গার্মেন্টস শ্রমিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে শনিবার সড়ক পারাপারের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় বাস চাপায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। নিহত সুমন (৩০) ওই এলাকার দুলাল ব্রাদার্স (ডিবিএল) কারখানার শ্রমিক ছিল এবং সে স্থানীয় তালতলী গ্রামের সোলায়মান ভূঁইয়ার ছেলে। নিহতের ভাই সেলিম ভূঁইয়া জানান, সুমন সকালে বাসা থেকে কারখানার উদ্দেশে বের হয়। পরে মহাসড়কের নয়নপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে সড়কের পাশে ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
×