ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলার চরবাসীর মুখে হাসি

প্রকাশিত: ০৪:৩১, ৮ এপ্রিল ২০১৮

ভোলার চরবাসীর মুখে হাসি

হাসিব রহমান, চরফ্যাশন চরপাতিলা থেকে ॥ নাজমা বেগম। চরপাতিলা গ্রামের এক গৃহবধূ। তার চোখে মুখে আনন্দের ছাপ। তার রঙিন স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। দীর্ঘ এক মাইল হেঁটে এসেছেন চরপাতিলার উন্নয়ন কেন্দ্রে। সেলাই প্রশিক্ষণ নিয়ে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করবে। নাজমার মতো এ রকম কেউ এসেছেন নব নির্মিত প্রশিক্ষণ কেন্দ্রে কেউ বা স্বাস্থ্য কেন্দ্রে। চরপাতিলার দুর্গম চরে এখন মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। শনিবার সকাল থেকে চর কুকরী মুকরি ইউনিয়নের পাতিলা গ্রামে ‘চরপাতিলা স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন কেন্দ্রের’ উদ্বোধন অনুষ্ঠানে এ রকম শত শত নারী পুরুষ এসে তাদের মনের আনন্দ আর উচ্ছাসের কথা জানান। ভোলার সাগর মোহনার দুর্গম বিচ্ছিন্ন প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়ন এবং এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দুর্গম জনপদ চরপাতিলা স্বাস্থ্য সেবা কেন্দ্র ও নারী উন্নয়ন কেন্দ্র যাত্রা শুরু হয়। শনিবার দুপুরে চর কুকরী মুকরি ইউনিয়নের পাতিলা গ্রামে ‘চরপাতিলা স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন কেন্দ্রের’ উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ অপারেটিং অফিসার মোঃ হাসেম চৌধুরী। চর কুকরি মুকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর গ্রুপ চীফ কমিউনিকেশন অফিসার আজম খান, উন্নয়ন ধারা ট্রাস্ট -এর নির্বাহী পরিচালক মনির আহমেদ শুভ্র। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল মর্যাদা সম্পন্ন দেশ। আর দরিদ্র দেশ না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে।
×