ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জামায়াতের নেতা আটক

প্রকাশিত: ০৪:৩১, ৮ এপ্রিল ২০১৮

নীলফামারীতে জামায়াতের নেতা আটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিস্ফোরক দ্রব্যে ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুইটি মামলায় জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খায়রুল আনাম গ্রেফতার হয়েছে। শনিবার সকালে শহরের কালিতলা মহল্লার নিজবাড়ি হতে পুলিশ তাকে আটক করে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এ বিষয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াতের ওই নেতার বিরুদ্ধে জলঢাকা থানায় বিস্ফোরক দ্রব্যে ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুইটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়। বেতন দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ এপ্রিল ॥ বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে রূপগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেছে। শনিবার বেলা ১১টার দিকে কাঞ্চন পৌরসভার কাঞ্চন বাজারের ফেব্রিমার্ট বিডি কারখানায় শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়। শ্রমিক শেফালি, লাকী আক্তার, মুন্না, রুপালী, মেহেদী, সুমা আক্তার, কারিমা, সনিয়া, শারমিন, হুসনে আরা, রোকেয়াসহ কয়েকজন জানান, গত ডিসেম্বর মাস থেকে তারা এ কারখানায় কাজ করে আসছে। কিন্তু কাজ করেও তারা বেতন ও ওভারটাইমের টাকা পাচ্ছে না। কারও গত বছরের ডিসেম্বর মাসের, আবার কারও জানুয়ারির-ফেব্রুয়ারি মাসের বেতন ও ওভারটাইমের টাকা বকেয়া রয়েছে। অজ্ঞান পার্টির ৮ সদস্য আটক স্টাফ রির্পোটার, ব্রাহ্মণবাড়িয়া ॥ চেতনানাশক মলম ও দেশীয় অস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকা থেকে অজ্ঞান পার্টির আট সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা। শনিবার ভোর রাতে সদর উপজেলার পৈরতলাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি সিএনজিচালিত অটোরিক্সা, দেশীয় অস্ত্র, চেতনানাশক ওষুধ (হ্যালোসিন), ভুয়া কাগজপত্র ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলো জাবেদ হোসেন, মোঃ সেন্টু মিয়া, বায়েজিদ, মিন্টু মিয়া, মোঃ কুদ্দুস মিয়া, মোঃ হাবিব, তারেক আহম্মেদ ও শংকর দেবনাথ। র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান জানান, অজ্ঞান পার্টির সদস্যদের কার্যক্রমের গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
×