ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ॥ আহত ৪০

প্রকাশিত: ০৪:৩০, ৮ এপ্রিল ২০১৮

মাদারীপুরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ॥ আহত ৪০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৭ এপ্রিল ॥ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ৮ পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ রয়েছেন ৬ জন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে শহরের কলেজ গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শহরের বাবু চৌধুরী হাসপাতালের সামনে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজিব সরদার তার সমর্থকদের নিয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় ছাত্রলীগ নেতা মঞ্জুর আলী তার লোকজন নিয়ে সজিব সরদার ও তার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে সরকারী নাজিমউদ্দিন কলেজ গেট এলাকায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের গুলিতে সরকারী নাজিমউদ্দিন কলেজের ডাঃ জোহরা বেগম কাজী ও শহীদ সুফিয়া ছাত্রী নিবাসে থাকা বেশ কয়েকজন ছাত্রী আহত হয়েছে। এরা হলো-ফারজানা আক্তার, মিথি বাইন, মনি আক্তার, রিয়া আক্তার, অন্তরা আক্তার। এছাড়া ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতরা হচ্ছে-আবির, সাইফুল, রাজু, মাসুম বিল্লাহ, সজিব ফকির, কানন শরীফ, হাসান ফকির, সাদরী শরীফ, হাসান মাতুব্বর, রবিন মৃধা, ফরিদ, রুহুল আমিন, মিরাজ, আল-আমিন। এছাড়াও পুলিশের এসআই শ্যামল, এসআই হাসানুজ্জামান, এএসআই আসগরসহ ৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
×