ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৪:৩০, ৮ এপ্রিল ২০১৮

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় সোনিয়া বেগম নামে গৃহবধূর ওপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ সোনিয়া বেগম জানান, গত ৮ বছর পূর্বে পিতলগঞ্জ এলাকার আজু মিয়া ছেলে পনির মিয়ার সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী পনির মিয়া গৃহবধূ সোনিয়া বেগমের কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। বিয়ের এক বছর পর গৃহবধূর মা ১ লাখ টাকা পরিশোধও করেন। তাদের কোলজুড়ে ওমর সিদ্দিক ও ওসমান গণি নামে দুটি ছেলে সন্তানের জন্ম হয়। বেশকিছু দিন ধরেই ফের পনির মিয়া আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। গৃহবধূ সোনিয়া আক্তার তার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে পনির মিয়া ও তার পরিবারের লোকজন গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করে। মাদক মামলায় ইউপি সদস্য ভাইসহ আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাট উপজেলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা জয়নাল মুন্সি ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তজলুল হক তজুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার রাওথা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। জয়নাল মুন্সি ও ইউপি সদস্য তজলুল হক তজু উপজেলার রাওথা এলাকার ওহাব আলীর ছেলে। জয়নাল মুন্সির বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্রসহ মাদকের ১৩টি মামলা রয়েছে এবং ইউপি সদস্য তজলুল হক তজুর নামে থানায় ৭টি মাদক মামলা রয়েছে। চারঘাট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, একটি অস্ত্র মামলা ও ১২টি মাদক মামলার আসামি জয়নাল মুন্সি ও ৭টি মাদক মামলার আসামি তজুকে অনেকদিন ধরেই পুলিশ খুঁজছিল। কিন্তু তারা গা ঢাকা দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। অবশেষে পুলিশ শনিবার ভোরে ওই এলাকা ঘিরে ফেলে। এ সময় তজু পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
×