ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পলাশ মোড়ল গ্রুপের তাণ্ডব ॥ পা হারালেন শ্রমজীবী জলিল

প্রকাশিত: ০৪:৩০, ৮ এপ্রিল ২০১৮

পলাশ মোড়ল গ্রুপের তাণ্ডব ॥ পা হারালেন শ্রমজীবী জলিল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ এপ্রিল ॥ শনিবার সকাল ৮টার দিকে। ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের আবাসন সংলগ্ন গ্রাম থেকে মূল সড়কে দৌড়াচ্ছেন শ্রমজীবী জলিল হাওলাদার (৪৮)। পেছন থেকে রামদা নিয়ে ধাওয়া করছে অসংখ্য মামলার আসামি এলাকার শীর্ষ সন্ত্রাসী মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়লসহ তার অপর দুই সহযোগী। জীবন বাঁচাতে দৌড়াচ্ছেন জলিল হাওলাদার আর মারতে ধাওয়া করছে পলাশ মোড়ল বাহিনী। এক পর্যায়ে তিন চার শ’ গজ দৌড়ানোর পরে রক্তাক্ত জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লেন জলিল হাওলাদার। সটকে পড়ল মোড়ল বাহিনী। সন্ত্রাসের ফ্রি-স্টাইল এমন তা-ব দেখে ওই এলাকার মানুষ হতবাক বনে গেছেন। জলিল হাওলাদারের ডান পা হাঁটু বরাবর অর্ধেক কেটে ফেলা হয়েছে। একই পায়ের গোড়ালী কেটে গেছে। এভাবে বিভিন্ন স্পটে ছয়টি কোপের আঘাত রয়েছে। মুমূর্ষু অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জেএইচ খান লেনিন দ্রুত জলিল হাওলাদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। জলিল হাওলাদার ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইর নাইটগার্ড হিসেবে নিয়োজিত আছেন বলে ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম জানিয়েছেন। বিয়ের আসর থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিয়ের অনুষ্ঠান থেকে প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক লম্পট। এ ঘটনায় লম্পট গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। শুক্রবার রাতে জেলার বাঘা উপজেলার কালিদাসখালি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, উপজেলার কালিদাসখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়া এক ছাত্রীকে তার বোনের বিয়ের আসর থেকে বিস্কুট কিনে দেয়ার কথা বলে নির্জনে নিয়ে যায় তাদেরই এক আত্মীয় পাশের মিলিকবাঘা গ্রামের গোলাম মোস্তফা। এরপর কালিদাসখালি স্কুলের ফঁাঁকা মাঠে শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এই সময় শিশুর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে গোলাম মোস্তফা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেন।
×