ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান দুই মন্ত্রীর

প্রকাশিত: ০৪:২৭, ৮ এপ্রিল ২০১৮

উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান দুই মন্ত্রীর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শেখ হাসিনার সরকার বার বার দরকার, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এর স্লোগানের সঙ্গে হাজার হাজার নারী-পুরুষ কণ্ঠ মিলিয়ে স্লোগানে স্লোগানে কম্পিত করেছে নীলফামারীর ডিমলা উপজেলাকে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ডিমলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দুই মন্ত্রী অংশ নিয়ে এই স্লোগান তোলে। সেই সঙ্গে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়ন যাত্রাকে তরান্বিত করার আহ্বান জানান এই দুই মন্ত্রী। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর তার বক্তব্যে বলেন শুধু সরকারই নয় বিরোধী জোটেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি থাকতে হবে। তিনি আরও বলেন যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশকে মানেন না তাদের রাজনীতি তো দূরের কথা দেশে থাকার কোন অধিকার নেই। নুর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন অনেক দূর। আমাদের আরও যেতে হবে অনেক দূরে। এদিকে একই জনসভায় প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, শেখ হাসিনার সমতুল্য বেগম খালেদা জিয়া কিংবা এরশাদ হতে পারেন না। সবক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে মন্তব্য করে মোস্তাফিজুর রহমান বলেন, গত অর্থবছরে শুধু শিক্ষা ক্ষেত্রে ৫৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখলেও চলতি অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৬৮ হাজার কোটি টাকা। সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ বক্তব্য দেন।
×