ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত পাঁচ

প্রকাশিত: ০৪:২৪, ৮ এপ্রিল ২০১৮

ফরিদপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ এপ্রিল ॥ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের দক্ষিণ ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা যায়, দক্ষিণ ফুলবাড়িয়া গ্রামের সরদার পাড়া মহল্লার দুই প্রতিবেশী লালন ফকির ও ওহিদুল সরদারের মধ্যে ৫০ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীয় ওই জমিটি জোর করে একবার লালন ফকির এবং একবার ওহিদুল সরদার চাষাবাদ করার কারণে অতীতে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ ওই জমিটি লালনের দখলে ছিল। শনিবার সকালে ওই জমিতে ওহিদুল সরদার চাষাবাদ করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই প্রত্যক্ষদর্শী জানায়, দুই পক্ষের ২৫/৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে সালথা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে দুইটি পক্ষের পাঁচজন আহত হন। এর মধ্যে দুই নারীও রয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি ॥ দুর্ঘটনার আশঙ্কা নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৭ এপ্রিল ॥ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীর চলাচলের একমাত্র সড়ক হায়দারনাসী-অংশারঝিরি-মালুম্যা ভায়া ইউনিয়ন পরিষদ সড়ক। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের প্রচেষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কয়েক কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে। পাশের চকরিয়া উপজেলার পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ এলাকায় বিদ্যুত সংযোগ দিতে গিয়ে সড়কের ঠিক মাঝখানে একটি খুঁটি বসায়। এ খুঁটির কারণে সড়ক দিয়ে যানবাহন যাতায়াত বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। এতে জনদুর্ভোগের পাশাপাশি যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দীর্ঘ দিনেও খুঁটি সরিয়ে না নেয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
×