ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে ইটভাঁটি মালিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশিত: ০৪:২২, ৮ এপ্রিল ২০১৮

দৌলতপুরে ইটভাঁটি মালিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ৭ এপ্রিল ॥ দৌলতপুরে অবৈধ ইটভাঁটি মালিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। ইটভাঁটি মালিকদের বেপরোয়া সরকারী বিধি বর্হিভূত কর্মকা-ে দৌলতপুর প্রশাসনের নিশ্চুপ ও নীরব ভূমিকা পালন করায় তারা ধরাকে সরাজ্ঞান করে চলেছে। তারা নিজেদের তৈরি করা মনগড়া নিয়মের বেড়াজালে ফেলে দৌলতপুরের সাধারণ মানুষকে প্রতিনিয়ত ঠকিয়ে এবং সরকারী বা বেসরকারী সম্পদ বিনষ্ট করে নিজেদের স্বার্থসিদ্ধিতে রয়েছে নিরন্তর ব্যস্ত। সরকারী বা পরিবেশ অধিদফতরের বিধি না মেনে দৌলতপুরের বিভিন্ন ইউনিয়নের জনবসতিপূর্ণ এলাকায় বা বাড়ির আঙিনায়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি ফসলের মাঠে যত্রতত্রভাবে ইটভাঁটি স্থাপন করা হয়েছে যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় অবৈধ স্থায়ী বা অস্থায়ী এমনকি নিষিদ্ধ ড্রাম চিমনির ২৪টি ইটভাঁটি রয়েছে। যার কোনটিরই অনুমোদন নেই। তারপরও অজ্ঞাত কারণে দৌলতপুর প্রশাসন নীরব রয়েছে। অবৈধ এসব ইটভাঁটিতে ইট পোড়ানোর জন্য কয়লা ব্যবহার করার কথা থাকলেও প্রতিটি ইটভাঁটিতে অবাঁধে জ্বালানি কাঠ পুড়িয়ে পরিবেশকে ফেলে দেয়া হচ্ছে চরম হুমকির মুখে এবং সবুজ বেষ্টনীকে করা হচ্ছে নির্বিচারে ধ্বংস। এছাড়াও যত্রতত্র স্থানে মাটি কেটে ড্রাম ট্রাকে তা বহন করে বিভিন্ন ইটভাঁটিতে সরবরাহ করা হচ্ছে। আর ভারি ড্রাম ট্রাকে মাটি সরবরাহের ফলে রাস্তা ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়ে সাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জরাজীর্ণ সড়কের জন্য মাটি ভর্তি ভারি ড্রাম ট্রাক বা ভারি জ্বালানি কাঠ বোঝাই ট্রাক বিভিন্ন ইটভাঁটিতে অবাধে যাতায়াতকে দায়ী করে দৌলতপুর প্রশাসনের কর্মকর্তাদের কাছে একাধিকবার ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ দিলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় ইটভাঁটি মালিক ও ট্রাক মালিকরা আরও বেপরোয়া অবস্থায় রয়েছে। ইটভাঁটিতে এসব ভারি যানবাহন চলাচলে চকদৌলতপুর সড়কের কালভার্ট ব্রিজ ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে বৃহৎ জনগোষ্ঠীর জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই কারণে জনদুর্ভোগ চরমভাবে বেড়েছে মানিকদিয়ার-সাদীপুর সড়কের বেহাল দশার ফলে। আর এমন চিত্র দৌলতপুরের সর্বত্রই। দৌলতপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা, দৌলতপুর হাসপাতাল সংলগ্ন এলাকা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ভবনের গা ঘেঁষে এমনকি সবুজ ফসলের মাঠে ও বাড়ির আঙিনায় এসব অবৈধ ইটভাঁটি গড়ে উঠলেও চলতি মৌসুমসহ বিগত কয়েক মৌসুমে অজ্ঞাত কারণে কোন ইটভাঁটিতেই দৌলতপুর প্রশাসনের অভিযান পরিচালিত হয়নি। ফলে ইটভাঁটি মালিকরা নাকে সরিষার তেল আর কানে তুলো দিয়ে কুম্ভকর্ণের মতো প্রশাসন ভীতি এড়িয়ে নির্বিঘেœ অবৈধ কর্মকা- চালিয়ে যাচ্ছে।
×