ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরেও শুরু হয়েছে জাতীয় সঞ্চয় সপ্তাহ

প্রকাশিত: ০৪:২১, ৮ এপ্রিল ২০১৮

যশোরেও শুরু হয়েছে জাতীয় সঞ্চয় সপ্তাহ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সারাদেশের সঙ্গে একযোগে যশোরেও শুরু হয়েছে জাতীয় সঞ্চয় সপ্তাহ। জাতীয় সঞ্চয় অধিদফতরের উদ্যোগে ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘সঞ্চয় সপ্তাহ-২০১৮’ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। যশোর জেলা সঞ্চয় অফিসের আয়োজনে ‘চল সবাই সঞ্চয় করি; ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহাযতা করি’ এমন আহ্বান জানিয়ে শনিবার সকালে প্রচার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালেক্টরেট চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রচারণামূলক শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় সঞ্চয়পত্রে বিনিয়োগ করে নিরাপদ ও ঝুঁকিমুক্ত থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। তাড়াশে এক কোটি ২৭ লাখ টাকার ৪২ প্রকল্প উদ্বোধন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় এক কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৪২ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পর্যায়ক্রমে উপস্থিত হয়ে প্রকল্পগুলোর উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান হাবিব জিতু। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক মেরামত, স্কুল-কলেজের মাঠ ভরাট, কালভার্ট নির্মাণ, খেলার মাঠ সংস্কার ও ইটের গাঁথুনির গ্রামীণ সড়ক। প্রকল্পগুলোর মাধ্যমে দরিদ্র শ্রেণীর ১৫শ’ ৯০ জন নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
×