ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সংবাদ সম্মেলন

নির্মাণ সামগ্রীর দাম কমানোর দাবি ইনসাবের

প্রকাশিত: ০৪:২১, ৮ এপ্রিল ২০১৮

নির্মাণ সামগ্রীর দাম কমানোর দাবি ইনসাবের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নির্মাণ সামগ্রীর দ্রুত দাম কমানোর দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। শনিবার সকালে রাজশাহী জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইনসাব নেতারা এ দাবি করেন। তারা বলেন, নির্মাণ সামগ্রীর দাম না কমালে বেকার হয়ে পড়বেন শ্রমিকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসাবের জেলা কমিটির সভাপতি নবাব আলী। তিনি বলেন, সম্প্রতি প্রতি টন রডের দাম ৫০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার টাকা। ৩৭০ টাকার প্রতি ব্যাগ সিমেন্টের দাম হয়েছে ৪৭০ টাকা। প্রতি ট্রাক বালু ও এক হাজার ইটের দামও বেড়েছে ৫০০ টাকা করে। নির্মাণ সামগ্রীর এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ব্যক্তি মালিকানাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ হয়ে যাচ্ছে। সরকারী ভবন নির্মাণেও হিমশিম খাচ্ছেন ঠিকাদারেরা। যে কোন সময় সব ধরনের নির্মাণ কাজে স্থবিরতা দেখা দেয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে শ্রমিকদের কাজ হারানোরও। তিনি বলেন, নির্মাণ কাজের সঙ্গে সারাদেশে প্রায় ৩৭ লাখ শ্রমিক জড়িত। এদের মধ্যে অনেকেই বেকার হয়ে পড়েছেন। হঠাৎ করে নির্মাণ সামগ্রীর এই দাম বৃদ্ধির পেছনে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট কাজ করছে। এদের নিয়ন্ত্রণ করে নির্মাণ সামগ্রীর দাম না কমালে আসছে বর্ষা মৌসুমেই দেশের অর্ধেক শ্রমিক বেকার হয়ে পড়বেন। তখন পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাতে হবে তাদের।
×