ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিএসইতে পিই ২.৭৮ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ০৪:১৯, ৮ এপ্রিল ২০১৮

ডিএসইতে পিই ২.৭৮ শতাংশ বেড়েছে

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের সপ্তাহ থেকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৫.৮৪ পয়েন্টে। যা সপ্তাহ শেষে বেড়ে ১৬.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.৪৪ পয়েন্ট বা ২.৭৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১০.১৫ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২৫.৫৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৩২ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৯.৪৫ পয়েন্টে, বীমা খাতের ১১.৬১ পয়েন্টে, বস্ত্র খাতের ১৫.৭৬ পয়েন্টে, বিবিধ খাতের ২৭.২১ পয়েন্টে, খাদ্য খাতের ২৬.৮১ পয়েন্টে, চামড়া খাতের ১৬.৭৩ পয়েন্টে, সিমেন্ট খাত ৪৮.২৯ পয়েন্টে, বিদ্যুত ও জ্বালানি খাত ১১.৫৫ পয়েন্টে, আর্থিক খাত ১৫.৯৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাত ২৬.৪০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাত ২৪.০৬ পয়েন্টে। -অর্থনৈতিক রিপোর্টার এজিএমের ভেন্যু ও সময় জানিয়েছে লিন্ডে বিডি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বিডি বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু ও সময় জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। লিন্ডে বিডির এজিএম আগামী ২৬ এপ্রিল সকাল ১১টায় হোটেল লেকশোর, গুলশান-২ এ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে লিন্ডে বিডি ১৪০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×