ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লকে ২৯ কোম্পানির ১৭৭ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৪:১৮, ৮ এপ্রিল ২০১৮

ব্লকে ২৯ কোম্পানির ১৭৭ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এ সব কোম্পানির ১৭৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১০ কোট ৭ লাখ ১০ হাজার টাকা বেশি। আগের সপ্তাহে ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ১৬৬ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, রেনেটা, আমান ফিড, এপেক্স ফুডস, গ্রামীণফোন, এইচআর টেক্সটাইল, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ম্যাকসন্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আমরা নেটওয়ার্কস, এসিআই, অলিম্পিক এক্সেসরিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইবনে সিনা, মার্কেন্টাইল ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, সিটি ব্যাংক, গ্রামীণ ওয়ান : স্কিম টু, আইডিএলসি, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, ইসলামী ব্যাংক, পপুলাল লাইফ ইন্স্যুরেন্স এবং স্টাইলক্রাফট। শেষ প্রান্তিকে লোকসানে ডুবেছে উত্তরা ফাইন্যান্স অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের ২০১৭ সালের শেষ প্রান্তিকে লোকসান হয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৬২ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ২০১৭ সালের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৭.৮৭ টাকা। তবে বছর শেষে এই মুনাফার পরিমাণ কমে দাঁড়িয়েছে ৭.২৫ টাকায়। এক্ষেত্রে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৬২ টাকা। অর্থাৎ ২০১৭ সালের শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৬২ টাকা।
×