ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজা সীমান্তে সাংবাদিকসহ ৯ ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ০৪:১৫, ৮ এপ্রিল ২০১৮

গাজা সীমান্তে সাংবাদিকসহ ৯ ফিলিস্তিনী নিহত

গাজা-ইসরাইল সীমান্তে নতুন করে বিক্ষোভ-সংঘর্ষে একজন সাংবাদিকসহ ৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২শ’ জন। এর মধ্যে গত শুক্রবার বিক্ষোভকারীরা সীমান্ত বেষ্টনী ভাঙার চেষ্টা করলে ইসরাইলী সেনারা আবারও গুলি ছুঁড়লে ওইদিন নিহত হন ৭ জন, পরে আহত একজন সাংবাদিকের মৃত্যু হয় এবং মন্ত্রণালয় আরও একজন নিহত বলে জানালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জন। ১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেয়ার প্রতিবাদে সীমান্তে এ বিক্ষোভ চলছে। কিন্তু ইসরায়েলের অভিযোগ, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে সীমান্তে বিক্ষোভ মিছিল করছে। এক সপ্তাহ আগে ঠিক একই জায়গায় বিক্ষোভ-সংঘর্ষে ১৬ ফিলিস্তিনী নিহত এবং কয়েকশ ফিলিস্তিনী আহত হওয়ার পর শুক্রবার আবার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এদিন খান ইউনিসের পূর্বাঞ্চলের সংঘর্ষে প্রথম একজন ফিলিস্তিনী নিহত হওয়ার খবর আসে। নিহত ফিলিস্তিনীদের মধ্যে রয়েছে ১৬ ও ১৭ বছরের দুই কিশোর। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সংশ্লিষ্ট সব পক্ষকেই সংঘাত এড়িয়ে চলা এবং যথাসম্ভব সংযত থাকার আহ্বান জানিয়েছেন। -ওয়েবসাইট
×