ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াই শ’ প্রতিনিধি নিয়ে চীন সফরে যাচ্ছেন অস্ট্রীয় চ্যান্সেলর

প্রকাশিত: ০৪:১৪, ৮ এপ্রিল ২০১৮

আড়াই শ’ প্রতিনিধি নিয়ে চীন সফরে যাচ্ছেন অস্ট্রীয় চ্যান্সেলর

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডের বেলেন ও চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জের নেতৃত্বে ফেডারেল মন্ত্রী, ব্যবসায়ী প্রতিনিধি, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক প্রতিনিধিদের ২শ’ ৫০ সদস্যের একটি দলের চীন সফরে চীন-অস্ট্রিয়া সম্পর্কে নতুন মাত্রা পাবে। এ সফরের মধ্য দিয়ে অস্ট্রিয়ার আধুনিক ইতিহাসে এক কূটনৈতিক রেকর্ড গড়তে যাচ্ছে দেশটি। অস্ট্রিয়ার রাষ্ট্র ও সরকার প্রধানদের এ যৌথ সফরে বেজিংয়ের প্রতি ভিয়েনার বিশ্বে গুরুত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্কে আরও অগ্রগতির জন্য অস্ট্রিয়ার দৃঢ় ইচ্ছারই প্রতিফলন। এ সফর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বিরলও বলা যায়। সফরে চীনের সঙ্গে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ভিয়েনার দৃঢ় আস্থা ও সংকল্পও প্রকাশ পাচ্ছে। -সিনহুয়া কানাডায় বাস-লরি সংঘর্ষে খেলোয়াড়সহ নিহত ১৪ কানাডায় জুনিয়র আইস হকি দলের খেলোয়াড়দের বহনকারী বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে ১৪ জন প্রাণ হারিয়েছে। সাসকাচুয়ান অঙ্গরাজ্যের টিসডেলের হাইওয়ে থার্টিফাইভে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার (জিএমটি ২৩:০০) দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। সাসকাচুয়ান জুনিয়র হকি লিগের দল হ্যাম্বল্ট ব্রঙ্কসের খেলোয়াড়দের বহনকারী বাসটিতে ২৮ জন আরোহী ছিলেন বলে জানায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। দুর্ঘটনায় চালকসহ ১৪ জন মারা গেছে। আহত বাকি ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খেলোয়াড়দের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে। এক টুইটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হতাহত খেলোয়াড়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তাদের বাবা-মা কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনাও করতে পারছি না। এই দুর্ঘটনায় হতাহত সবার প্রতি অন্তরের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি।
×