ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্রুত সেরে উঠছেন স্ক্রিপাল ও ইউলিয়া

প্রকাশিত: ০৪:১৪, ৮ এপ্রিল ২০১৮

দ্রুত সেরে উঠছেন স্ক্রিপাল ও ইউলিয়া

রাশিয়ার সাবেক গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল দ্রুত সেরে উঠছেন। তার শারীরিক অবস্থা এখন আর জটিল নয়। শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে প্রচার করেছে সিএনএন। সলসবারি ডিস্ট্রিক্ট হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ক্রিস্টিন ব্ল্যানশার্ড বলেছেন, ৬৬ বছর বয়সী স্ক্রিপাল চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। গত ৪ মার্চ যুক্তরাজ্যের সলসব্যারি শহরে একটি রেস্তরাঁর বাইরে অচেতন অবস্থায় পাওয়া যায় সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে। পরে জানা যায়, তারা বিষাক্ত রাসায়নিকে আক্রান্ত। সের্গেই স্ক্রিপাল রাশিয়ার গোয়েন্দা ছিলেন। যুক্তরাজ্যের গোয়েন্দাদের কাছে রাশিয়ার গোপন তথ্য বিক্রি করে দিয়ে নিজ দেশের সঙ্গে প্রতারণা করেন তিনি। দ্বৈত প্রতিনিধি (ডাবল এজেন্ট) হিসেবে কাজ করার দায়ে ২০০৬ সালে রাশিয়ায় তার সাজা হয়। ২০১০ সালে গোয়েন্দা বিনিময়ের মাধ্যমে ছাড়া পেয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন সের্গেই স্ক্রিপাল। এরই মধ্যে গত সপ্তাহে তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের চেতনা ফিরে আসে। এরপর তিনি বৃহ¯পতিবার এক বিবৃতি দেন। এতে তিনি যেসব চিকিৎসক তাদের চিকিৎসা করেছেন, তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে শুভানুধ্যায়ী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার ক্রিস্টিন ব্ল্যানশার্ড বলেন, ইউলিয়া নিজেই বলতেন, প্রতিদিন তার মনের জোর বাড়ছে। কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সে অপেক্ষায় আছেন। গত সপ্তাহে গোয়েন্দারা জানান, তাদের ধারণা, স্ক্রিপাল প্রথমে বিষাক্ত রাসায়নিকে আক্রান্তের শিকার হন। এ ঘটনার পর দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়।
×