ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেচার ক্লাইমেট চেঞ্জ সাময়িকীর প্রতিবেদন

উত্তর মেরু বাঁচাতে নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা চাই

প্রকাশিত: ০৪:১৩, ৮ এপ্রিল ২০১৮

উত্তর মেরু বাঁচাতে নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা চাই

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এখন বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রী সেলসিয়েসের মধ্যে ধরে রাখলেও উত্তর মেরুর বরফ গলে যাওয়া আটকানো যাবে না। তাপমাত্রা বৃদ্ধির হার এই মাত্রায় ধরে রাখাকে দীর্ঘদিন ধরেই জলবায়ু পরিবর্তন রোধের একটি বাস্তবসম্মত উপায় বিবেচনা করা হয়ে এসেছে। এএফপি। তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রী সেলসিয়েসের মধ্যে ধরে রাখলে সেটি জলবায়ু পরিবর্তন রোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। নেচার ক্লাইমেট চেঞ্জ সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হযেছে। তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রীর মধ্যে রাখলে সেটি মেরু অঞ্চলের বরফ গলা আটকানো সম্ভব নয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই হার ২ ডিগ্রী সেলসিয়েসের মধ্যে ধরে রাখলে উত্তর মেরুর বরফ গলে যাওয়ার সম্ভবনা চার ভাগে এক ভাগ। কিন্তু ১.৫ ডিগ্রীতে রাখতে পারলে সম্ভবনা ৪০ ভাগে ১ ভাগে কমে যাবে। যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং প্রতিবেদনের সহলেখক আলেক্সান্ড্রা জাহন বলেন, ‘আমার কাছে প্রথমে মনে হয়নি তাপমাত্রা বৃদ্ধির হার অর্ধ ডিগ্রী কমিয়ে আনলে তার ফল খুব তাৎপর্যপূর্ণ হতে পারে। কিন্তু এটি বড় রকম পরিবর্তন আনতে পারবে বলে পরে জানা গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণে মধ্যে রাখতে ২০১৫ সালে প্যারিসে যে চুক্তি সই হয়েছিল তাতে তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রী সেলসিয়েসে সীমিত রাখার কথা বলা হয়েছিল। ১৯৭ দেশ ওই চুক্তিতে সই করে। জলবায়ু পরিবর্তনই মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার একমাত্র কারণ নয়। এটি গলে যাওয়ার প্রক্রিয়াকে দ্রুত করছে। মেরু অঞ্চলে বরফের আয়তন কমে আসার সঙ্গে সঙ্গে বেড়েছে সাগরের পানির আয়তন। বর্ধিত পানি সূর্যের তাপ শোষণ করে মেরু অঞ্চলকে উষ্ণ করে তুলছে। গত চার দশকে পুরো মেরু অঞ্চলের বরফ কমেছে ৪০ শতাংশ। বরফ কমার অর্থ সাগরের পানির পরিমাণ বেড়ে যাওয়া, যা পুনরায় বরফ গলনে সহায়তা করছে। সমুদ্রের পানি বৃদ্ধির কারণে মূলত তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রী সেলসিয়েসের মধ্যে ধরে রাখাকে এখন আর যথেষ্ট বিবেচনা করা যাচ্ছে না।
×