ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্যা পুরস্কার পাচ্ছেন ১০ নারী

প্রকাশিত: ০৮:৩১, ৭ এপ্রিল ২০১৮

অনন্যা পুরস্কার পাচ্ছেন ১০ নারী

পাক্ষিক ম্যাগাজিন অনন্যা নিজ-নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১০ নারীকে ‘বার্ষিক অনন্যা শীর্ষ-১০ পুরস্কার’ প্রদানের ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল সাড়ে ৪টায় বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।- খবর বাসস পুরস্কারপ্রাপ্তরা হলেন অধ্যাপক ড. সাদেকা হালিম (শিক্ষা), ড. মোসাম্মৎ নাজমানারা খানম (প্রশাসন), ফারজানা চৌধুরী (নারী উদ্যোক্তা), নবনীতা চৌধুরী (সাংবাদিকতা), স্বপ্না রাণী (গ্রামীণ নারীদের স্বাবলম্বিতা), নাদিরা খানম (তৃতীয় লিঙ্গ অধিকার কর্মী), মাহফুজা আক্তার কিরণ (ক্রীড়া সংগঠক), নাজিয়া জেবিন (সমাজকর্মী), শারমিন সুলতানা (সংগীত) ও মারিয়া মান্দা (ক্রীড়া)।
×