ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সৈয়দ এহিয়া বখত আর নেই

প্রকাশিত: ০৮:০৬, ৭ এপ্রিল ২০১৮

সাংবাদিক ও মুক্তিযোদ্ধা  সৈয়দ এহিয়া বখত  আর নেই

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ এহিয়া বখত আর নেই। তিনি শুক্রবার বেলা ১১টায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ এহিয়া বখত দৈনিক সংবাদ ও দৈনিক পূর্বদেশসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শনিবার সৈয়দ এহিয়া বখতের মরদেহ ঢাকায় আনার কথা রয়েছে। জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক শোক বিবৃতিতে সৈয়দ এহিয়া বখতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাবে মিলাদ মাহফিল ॥ জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ এহিয়া বখতের রুহের মাগফেরাত এবং আরও ৬ জন অসুস্থ সদস্যের আরোগ্য কামনা করে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ প্রেসক্লাবের বহু সদস্য শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত এ মাহফিলে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলে সৈয়দ এহিয়া বখতের রুহের মাগফিরাত কামনা এবং অপর ৬ সদস্যের আশু আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
×