ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাপ্তাই বনাঞ্চলে সেগুন বৃক্ষ উজাড়

প্রকাশিত: ০৫:১০, ৭ এপ্রিল ২০১৮

কাপ্তাই বনাঞ্চলে  সেগুন বৃক্ষ  উজাড়

নিজস্ব সংবাদদাতা রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ৬ এপ্রিল ॥ কাপ্তাই জাতীয় উদ্যানের শোভা ধারণ ও প্রাকৃতিক বনাঞ্চলে বনায়নের প্রাচীন নিদর্শন হিসেবে রামপাহাড় বিটে রয়েছে বেশকিছু সেগুন গাছ। আকাশ ছোঁয়ার উচ্চতায় বিশালাকারের এসব সেগুন বৃক্ষ প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি কাড়ে। কোথাও পাহাড়ের চূড়ায় আকাশচুম্বি সেগুন গাছ প্রকৃতির কোলে অপরূপ শোভায় দাঁড়িয়ে আছে। অপলক দৃষ্টিতে সে শোভা উপভোগ করে পর্যটকরা। বর্তমানে বিলুপ্তপ্রায় প্রজাতির সেগুনের এ সময়ে গাছগুলো বন বিভাগের মূল্যবান সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন হয়ে রয়েছে জাতীয় উদ্যানের বনাঞ্চলে। কৌতূহলী পর্যটকদের মাঝে আকর্ষণ ছড়াচ্ছে এসব সেগুন বৃক্ষ। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কাপ্তাই জাতীয় উদ্যানে মূল্যবান সেগুন বৃক্ষগুলো অবহেলিত হয়ে পড়েছে। চোরের উৎপাত দেখা দিয়েছে জাতীয় উদ্যানের বনাঞ্চলে। মূল্যবান সেগুন বৃক্ষগুলো উজাড় হয়ে যাচ্ছে। রামপাহাড় বিটসহ কাপ্তাই বন রেঞ্জের কতিপয় অসাধু বনকর্মীদের যোগসাজশে চোরেরা এসব সেগুন গাছ কেটে নিয়ে যাচ্ছে। গত বুধবার রামপাহাড় বনবিটের আওতায় সীতারঘাট এলাকায় জাতীয় উদ্যানে বিশালাকার একটি সেগুনবৃক্ষ কেটে পাচারের চেষ্টাকালে কাপ্তাই বন রেঞ্জ কর্তৃপক্ষ জব্দ করেছে। গোপন সূত্রে সংবাদ পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষকের নেতৃত্বে বনকর্মীরা পাহাড়ে কর্তিত সেগুন গাছটি জব্দ করে। জব্দকৃত গাছের মূল্য ৭ লক্ষাধিক টাকা হবে। কাপ্তাই বন রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সেগুনগাছ জব্দের ব্যাপারে স্বীকার করে জানান, স্থানীয় যুবলীগ নেতা জনৈক নাসির তার বাগানের গাছ দাবি করে করাতি লোকজন নিয়ে গাছটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অভিযুক্ত যুবলীগ নেতা নাসির বলেন, আমার নিজস্ব বাগানের সেগুন গাছ চোরেরা কেটে নেয়ার চেষ্টা করছে। এলাকার লোকজন জানান, গত কয়েক মাসে উদ্যানের আরও ৫/৬টি গাছ চোরেরা কেটে নিয়েছে।
×