ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি উপাচার্যের সঙ্গে উ. কোরীয় রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রকাশিত: ০৫:১০, ৭ এপ্রিল ২০১৮

 ঢাবি উপাচার্যের সঙ্গে উ. কোরীয় রাষ্ট্রদূতের সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হিউন ৪ এপ্রিল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেছেন। এ সময় দূতাবাসের কাউন্সিলর প্যাক কিং ছল তাঁর সঙ্গে ছিলেন। সাক্ষাতকালে তারা বাংলাদেশ-উত্তর কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উত্তর কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও সংস্কৃতি বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা ভাষা কোর্সে দূতাবাস কর্মকর্তাদের ভর্তির সুযোগ প্রদানের বিষয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত উপাচার্যের সহযোগিতা চান। উপাচার্য এ বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। -বিজ্ঞপ্তি
×