ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদের পথ থেকে ফিরিয়ে আনতে হবে তরুণদের ॥ মেনন

প্রকাশিত: ০৫:১০, ৭ এপ্রিল ২০১৮

মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদের পথ থেকে ফিরিয়ে আনতে হবে তরুণদের ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের পথ থেকে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা ও মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে গণর‌্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। র‌্যালিটি ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থেকে শুরু হয়ে কাঁচা বাজার, আইডিয়াল জোন, বাংলাদেশ ব্যাংক কলোনি, আল হেলাল জোন, টিএ্যান্ডটি কলোনি, এজিবি কলোনি হয়ে কাউন্সিলর কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি উদ্বোধন করে মেনন বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের অভিযাত্রায়। একে অব্যাহত গতিতে এগিয়ে নিতে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে সচেতন অভিভাবক, মসজিদের ইমাম ও খতিবরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। মাদক শুধু উন্নয়নকেই বাধাগ্রস্থ করে না এটা পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। তিনি বলেন, দেশের প্রধান শত্রু হলো উগ্র, সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। তাদের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গীবাদ যুক্ত। এরা সকলে মিলে বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। তারা কখনও চায় না মুক্তিযুদ্ধে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাক। তাই দেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কোন ষড়যন্ত্রই যেন সফল হতে না পারে। কারণ ষড়যন্ত্রকারীরা সব সময়ই ভীতু থাকে। আমরা সকলে সোচ্চার থাকলে তারা পরাস্ত হবেই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম খান বাবুল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওশের আলী।
×