ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ হলো আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:০৯, ৭ এপ্রিল ২০১৮

শেষ হলো আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতা

আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনী রানার্সআপ হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনী ঘাঁটি বাশারের কেন্দ্রীয় মসজিদে এই প্রতিযোগিতা শেষ হয়। খবর বাসস’র। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মোঃ আবু নাইম ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম এবং সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আবুল হোসাইন আযান প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। অন্যদিকে বাংলাদেশ বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহ আলম ভূঁইয়া ক্বিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় এবং নৌবাহিনীর পিওআরএসজি হাবিবুর রহমান আযান প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও উপ-বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য গত ৩ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অফ অর্ডন্যান্স, মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, প্রধান অতিথি হিসেবে ৪ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে সেনা, নৌ ও বিমানবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×