ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশকে রক্ষা করতে হলে শুধু ফেসবুকে নয় রাজপথেও সোচ্চার হতে হবে

প্রকাশিত: ০৫:০৯, ৭ এপ্রিল ২০১৮

দেশকে রক্ষা করতে হলে শুধু ফেসবুকে নয় রাজপথেও সোচ্চার হতে হবে

স্টাফ রিপোর্টার ॥ দেশের সঙ্কট উত্তরণে ফেসবুকের পাশাপাশি যুব সমাজকে রাজপথেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন দুঃসময়। শুধু সোশ্যাল মিডিয়ায় দুই-একটা কথা বললেই চলবে না। রাষ্ট্রকে রক্ষা করতে হলে, দেশকে রক্ষা করতে হলে, রাজনীতিকে রক্ষা করতে হলে রাস্তায় সোচ্চার হতে হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিতে বিভক্তি সৃষ্টির জন্য সরকার অপপ্রচার চালাচ্ছে। সরকার মনের দিক থেকে দুর্বল। তারা দেউলিয়া হয়ে দল ভাঙ্গার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াতে মিথ্যা লেখে। এই মিথ্যা কথা বলে দলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় উল্লেখ করেন। এ সময় তিনি উল্লেখ করেন, এই সরকার ক্ষমতায় আসার পরে এ সুন্দরবনকে ধ্বংস করার প্রক্রিয়া হিসেবে ১৯০টি শিল্প প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছে। সেটা সুন্দরবনকে একেবারে ধ্বংস করে ফেলবে। সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লা বিদ্যুত কেন্দ্র স্থাপন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা হলেও সরকার তা কানে নিচ্ছে না। সরকারের কাছে এ দেশের কোন মূল্য নেই। তাদের একটাই ইচ্ছা- ক্ষমতায় টিকে থাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রসঙ্গে বলেন, দেশের মানুষের অর্থে তৈরি করা বঙ্গবন্ধু স্যাটেলাইটের স্বত্ব সরকার তাদের কাছের মানুষদের’ দিয়ে দিয়েছে।
×