ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুরি বটে

প্রকাশিত: ০৪:৫৮, ৭ এপ্রিল ২০১৮

 চুরি বটে

ম্যালিবু শেভ্রলে। প্রায় ৩০ হাজার মার্কিন ডলারের বেশি দামের এই গাড়িতে যেখানে বেশিরভাগ মানুষই চড়তে পারে না, সেখানে এসব গাড়ি ব্যবহার করে গবাদিপশু চুরি করা হচ্ছে। উজবেকিস্তানে ঘটেছে এমন ঘটনা। উজবেকিস্তানের বুখারা গ্রামে গত কিছুদিন থেকেই চুরি যাচ্ছিল গরু-ছাগল, ভেড়াসহ নানা ধরনের গবাদিপশু। কোথা থেকে কিভাবে এসব পশু হঠাৎ হাওয়া হয়ে যাচ্ছে, কেউ ধরতে পারছিল না। আর চোরও ভীষণ সতর্ক। কখন চুরি যায়, আর সেগুলো কিভাবে গ্রামের বাইরে চলে যায়, কেউই ধরতে পারছিল না। অনেক অনুসন্ধানের পর জানা যায়, পুলিশের চোখ ফাঁকি দেয়ার জন্য চোরের দল চুরি যাওয়া পশু একটি ম্যালিবু শেভ্রলে গাড়িতে করে আনা নেয়া করত। দামী গাড়িটি গ্রামে ঢোকার বা বেরুনোর সময় কেউ সন্দেহ করেনি। ম্যালিবু শেভ্রলে গাড়ির পেছনের জানালা দিয়ে মুখ বের করে থাকা একটি বাছুরের ছবি নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম। -ওয়েবসাইট অবলম্বনে।
×