ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মা হতে চাইলে...

প্রকাশিত: ০৪:৫৮, ৭ এপ্রিল ২০১৮

মা হতে চাইলে...

মা হতে চাইলে নিতে হবে অফিসের উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি। জাপানের বেশ কিছু অফিসে চালু হয়েছে এমনই কিছু অলিখিত নিয়ম। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া কিছু ঘটনা সামনে আসায় এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। মাতৃত্বের ইচ্ছার ওপর কর্মক্ষেত্রের এমন নিয়ন্ত্রণ নারীর ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করেন মহিলা কর্মীরা। সম্প্রতি টোকিওর এক চাইল্ড কেয়ারের নারী কর্মীর অভিজ্ঞতাকে কেন্দ্র করেই সামনে আসে এই বিতর্ক। ওই মহিলার স্বামী সাংবাদিককে জানান, তার স্ত্রী এক চাইল্ড কেয়ারের কর্মী। তিনি গর্ভবতী হওয়ার পর কর্মক্ষেত্রে তা জানানো হলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে উর্ধতন কর্মকর্তারা। ওই মহিলা কর্মীকে ‘বিনা অনুমতিতে’ গর্ভধারণের জন্য তীব্র কটু ভাষায় তিরস্কার করে তারা। এমনকি তাকে কোম্পানির ডিরেক্টরের কাছে ‘গর্ভধারণ’-এর মতো অপরাধের কারণে তাকে দুঃখ প্রকাশ করে চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করা হয়। এ ঘটনা প্রকাশ্যে আসায় অনেকেই এ ব্যাপারে সমালোচনা করেছে। -ওয়েবসাইট অবলম্বনে।
×