ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসির প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতা আটক

প্রকাশিত: ০৪:৫৮, ৭ এপ্রিল ২০১৮

এইচএসসির প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতা আটক

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণামূলকভাবে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এহসানুল কবির নামে একজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল মালিবাগ বাজার রোডস্থ ১৫৩/১ নম্বর শেলটেক ড্রিম ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব সদর দফতরের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, চলমান এইচএসসি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট প্রতারণামূলক প্রশ্ন ফাঁসে জড়িত চক্রের অন্যতম হোতা এহসানুল কবির। সে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার গোরিয়ালি এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি জানান, এহসানুল কবির টাকার বিনিময়ে মোবাইল ফোনে ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্নপত্র হোয়াটসএ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে সংগ্রহ এবং আদান-প্রদান করত। এএসপি মিজানুর রহমান জানান, এ ছাড়া সে নিজের হোয়াটসএ্যাপ গ্রুপের ‘পার কোয়েশসন ৩০০ টাকা এইচএসসি’ এবং ফেসবুকে নিজস্ব আইডি ‘কোশসেন ডাটা’ খুলে প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিভিন্ন প্রচার চালাত। তিনি জানান, দীর্ঘদিন ধরে এহসানুল বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁস এবং তৎসংক্রান্ত লোভনীয় ও অনৈতিক প্রচার চালিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করত। সে ৩০ এর বেশি হোয়াটসএ্যাপ জিপির এ্যাডমিনদের সঙ্গে প্রশ্নফাঁস সংক্রান্ত বিভিন্ন প্রচার চালাত। কোমলমতি শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য মোবাইল ফোনে ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত এবং সক্রিয় যোগাযোগ বজায় রাখত। এএসপি মিজানুর রহমান জানান টাকার বিনিময়ে এহসানুল নিজস্ব গ্রুপের সদস্যদের কাছে মোবাইলে বিদ্যমান প্রশ্নপত্র প্রচারে নিয়োজিত ছিল। মোবাইল থেকে উদ্ধারকৃত হোয়াটসএ্যাপ গ্রুপের সদস্য সংখ্যাও প্রায় হাজারের উপরে। নামে বেনামে তার ফেসবুকে এবং হোয়াটসএ্যাপে অনেক গ্রুপ রয়েছে। সবাইকে প্রশ্ন দেব, তবে অরিজিনাল ছাত্র হতে হবে, আগে কমন, পরে টাকা’। ‘প্রশ্ন আউট হওয়া মাত্রই আমি তোমাদের দিয়ে দেব, রিয়েল প্রশ্ন বের হলে আমিই দেব, তোমাদের বলতে হবে না’ ইত্যাদি লেখা সংবলিত বিভিন্ন লেখা সে প্রতিনিয়তই বিভিন্ন গ্রুপের সদস্যদের আকৃষ্ট করার জন্য পোস্ট করত। এহসানুল কবির প্রশ্ন ফাঁসকারী বিভিন্ন শক্তিশালী গ্রুপের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।
×