ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত

মেডিক্যাল বোর্ডের চিকিৎসায় সন্তুষ্ট নন ফখরুল

প্রকাশিত: ০৪:৫৬, ৭ এপ্রিল ২০১৮

মেডিক্যাল বোর্ডের চিকিৎসায় সন্তুষ্ট নন ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই শারীরিক দিক থেকে অসুস্থ। তবে, মানসিক দিক থেকে তাঁর মনোবল এখনও অনেক দৃঢ়। শুক্রবার বিকেলে পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে এসে জেলগেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে কারা ফটকে যান তিনি। কারাবিধি অনুযায়ী আধা ঘণ্টা সাক্ষাত শেষে বেরিয়ে আসেন। মির্জা ফখরুল বলেন, কারাগারে বিএনপির চেয়ারপার্সনকে সরকারের পক্ষ থেকে করা মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা যথেষ্ট নয়। তাঁর ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর দাবি জানান তিনি। বিএনপি মহাসচিব সাংবাদিকদের আরও বলেন, দেশে বর্তমানে যে সঙ্কট বিরাজ করছে তার থেকে মুক্তির জন্য জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। উল্লেখ্য, গত ২৯ মার্চ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া অসুস্থ থাকায় কারাগারে গিয়ে দেখা করার অনুমতি পাননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকেই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। পরে কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিক্যাল কলেজের চারজন চিকিৎসককে দিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে। বোর্ড সদস্যরা ১ এপ্রিল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে কারাগারে যান। তাঁরা হলেন অর্থোপেডিক বিভাগের অধ্যাপক শামসুজ্জামান, নিউরোলজি বিভাগের মনসুর হাবীব, মেডিসিন বিভাগের টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সোহেলী রহমান। বোর্ড এ সংক্রান্ত প্রতিবেদনে কারা কর্তৃপক্ষকে জানান, খালেদা জিয়া অসুস্থ তবে গুরুতর নয়। তার জন্য ওষুধ পরিবর্তন, এক্সরে করা, নতুন কিছু ব্যায়ামসহ বালিশ ও বিছানা পরিবর্তনের সুপারিশ করেন। প্রসঙ্গত গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদ- প্রদান করে আদালত। এরপর পুরান ঢাকার পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।
×