ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপাল ট্র্যাজেডি

পনেরো দিন পর ফয়সাল ও নাজিয়ার কবর বদল

প্রকাশিত: ০৪:৪১, ৭ এপ্রিল ২০১৮

পনেরো দিন পর  ফয়সাল ও  নাজিয়ার  কবর বদল

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৬ এপ্রিল ॥ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের কৃতী সন্তান বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ফয়সাল আহমেদ ও একই দুর্ঘটনায় আরেক নিহত নাজিয়া আফরিন চৌধুরীর লাশ ১৫ দিন পর কবর থেকে উত্তোলন করে রদবদল করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক ফয়সাল আহমেদের লাশ বনানী কবরস্থান থেকে উত্তোলন করে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় শরীয়তপুরের ডামুড্যায় আনা হয়। এ সময় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তার ও ডামুড্যা থানা পুলিশের উপস্থিতিতে নাজিয়া আফরিন চৌধুরীর লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং একই সঙ্গে নিহত সাংবাদিক ফয়সাল আহমেদের লাশ ওই কবরস্থানে দাফন করা হয়। জানা গেছে, নেপালের বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সাল আহমেদ ও আরেক নিহত নাজিয়া আফরিন চৌধুরীর মরদেহ গত ১৯ মার্চ বনানীর আর্মি স্টেডিয়াম থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের সময় সাংবাদিক ফয়সাল আহমেদের লাশের পরিবর্তে ঢাকার নাজিয়া আফরিনের লাশ শরীয়তপুরের ডামুড্যায় ফয়সালের বাড়িতে নিয়ে আসে। পরে ফয়সালের লাশ নাজিয়া ভেবে বনানী কবরস্থানে ও নাজিয়ার লাশ ফয়সাল ভেবে নিহত ফয়সালের গ্রামের বাড়ি ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সর্দার গার্ডেন বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়। লাশ দাফনের সময় তার স্বজনরা পলিথিনে মোড়ান লাশের গায়ে নাজিয়া আফরিন লেখা দেখেন। ফয়সালের লাশ নয় বিষয়টি নিশ্চিত হয়েও বিরূপ প্রতিক্রিয়া এড়াতে স্বজনরা নাজিয়া আফরিনের লাশই দাফন করেন। একইভাবে ঢাকার সূত্রাপুরের টিপু সুলতান রোডের মৃত আলী আকবর চৌধূরীর মেয়ে নাজিয়া আফরিন চৌধুরী মনে করে সাংবাদিক ফয়সাল আহমেদের লাশ বনানী কবরস্থানে দাফন করে নাজিয়ার স্বজনরা। বিষয়টি উভয় পরিবার জানার পর ফের লাশ উত্তোলন করে নির্ধারিত স্থানে নতুন করে দাফনের জন্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করে পৃথক আবেদন করেন ফয়সাল ও নাজিয়ার পরিবার। মঙ্গলবার ফয়সাল আহমেদের মরদেহ নাজিয়া আফরিনের পরিবারের কাছে এবং নাজিয়া আফরিনের মরদেহ ফয়সাল আহমেদের পরিবারের কাছে ভুলক্রমে হস্তান্তর করা হয়েছিল মর্মে আদালতে হলফনামাসহ মরদেহ বদলের আবেদন করেন উভয়ের পরিবার। মরদেহ সঠিকভাবে হস্তান্তরের জন্য নিহত ফয়সাল আহমেদের ভাই সাইফুল ইসলাম ও নাজিয়া আফরিনের ভাই আলী আহাদ চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ এপ্রিল) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান কবর থেকে মরদেহ উত্তোলন করে যার যার মরদেহ তার তার পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, নাজিয়া আফরিন চেীধুরীর লাশ উত্তোলনের জন্য আদালতের একটি নির্দেশনা পেয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হয়। ডামুড্যা থানা পুলিশের সহায়তায় লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×