ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগে প্রার্থীর ছড়াছড়ি

প্রকাশিত: ০৪:৪১, ৭ এপ্রিল ২০১৮

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে আওয়ামী  লীগে প্রার্থীর ছড়াছড়ি

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর ছড়াছড়ি। মেয়র পদে নৌকার আগ্রহী প্রার্থী হিসেবে ১১ জন আওয়ামী লীগের লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং দু’জন তা পূরণ করে জমাও দিয়েছেন। আজ শনিবারও মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। তবে খুলনার সম্ভাব্য প্রার্থী সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক এখনও মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। আগামীকাল রবিবার দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ওই দুটি সিটি কর্পোরেশনের একক প্রার্থিতা চূড়ান্ত করা হবে। শুক্রবার দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরমের নির্ধারিত মূল্য জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আগ্রহীরা। মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী অনেকেই তাদের প্রতিনিধি পাঠিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শুক্রবার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মতিউর রহমান, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিমউদ্দিন, আব্দুর রউফ নয়ন, ওয়াজউদ্দিন মিয়া। এছাড়া বৃহস্পতিবার ফরম সংগ্রহ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ফরমের নির্ধারিত মূল্য জমা দিয়ে আওয়ামী লীগের দফর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন ও মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিছুর রহমান পপলু। তবে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদে তালুকদার আবদুল খালেককে সমর্থন দেয়া হয়েছে বলে জানা গেছে। তিনি আজ দলীয় সভাপতির কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে তার কর্মী-সমর্থকরা জানিয়েছেন। দিনব্যাপী আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ফরম বিতরণ করেন কার্যালয়ের কর্মকর্তা শেখ আলাউদ্দিন, আব্দুল আউয়াল শামীম, জিএম মাসুদুল হাসান ও জামিলুর রহমান। আগামী ৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আগে উভয় সিটিতে আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ শেষে দুই সিটিতে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। এছাড়া মনোনয়ন বোর্ডের সভা থেকে দুই সিটিতে দলীয় কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হতে পারে। জানা গেছে, ওই দিনের সভায় একটি উপজেলা পরিষদ নির্বাচন, দুইটি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে। এর আগে গত বুধবার গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণের আহ্বান জানায় আওয়ামী লীগ। ৫ ও ৬ এপ্রিল ধানমন্ডির দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করার আহ্বান জানানো হয়। আগামী ৭ এপ্রিল সন্ধ্যা ৭টার মধ্যে একই স্থানে এই মনোনয়নের আবেদন ফরম জমা দিতে বলা হয়। এছাড়াও একই সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনভুক্ত ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে স্ব-স্ব ওয়ার্ডগুলোকে ৩ সদস্যের প্যানেল তৈরি করে পাঠাতে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিতসভা করে সম্ভাব্য প্রার্থীদের এই প্যানেল করতে বলা হয়েছে। প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে ৭ এপ্রিলের মধ্যে ধানমন্ডির কার্যালয়ে পাঠাতে বলা হয়েছিল।
×