ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় ১১ জেলায় নিহত ১৯

প্রকাশিত: ০৪:৩৯, ৭ এপ্রিল ২০১৮

সড়ক দুর্ঘটনায়  ১১ জেলায় নিহত ১৯

জনকণ্ঠ ডেস্ক ॥ নরসিংদীতে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। দেশের অন্যত্র ১০ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও ১০ জন। বিভিন্ন স্থান থেকে আমাদের স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা এ খবর পাঠিয়েছেন। স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার চারারবাগ ও নরসিংদী সদর উপজেলার মাধবদী এবং বাগহাটায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় মহাসড়কের রায়পুরা উপজেলার চারারবাগ নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেলের ৪ আরোহী ঘটনাস্থলে নিহত হয়। এরা হচ্ছে- ইয়ামিন (২৩), ডালিম (১৭), রমজান (১৭), সোহাগ (১৭)। এরা সকলেই রায়পুরা উপজেলার মরজাল এলাকার বাসিন্দা। এরা মোটরসাইকেলযোগে ভৈরব যাবার পথে এ ঘটনা ঘটে। এছাড়া নরসিংদী সদর উপজেলার বিরামপুর থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক দুবাই প্রবাসী তার স্ত্রী মানসুরা বেগম (৩০)কে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলযোগে একই দিন দুপুর সোয়া ১টায় বাগহাটা নামক স্থানে পৌঁছলে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং তাদের বহনকারী মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। অপর ঘটনাটি ঘটে একই দিন দুপুর দেড়টায় মাধবদী পুরাতন বাসস্ট্যান্ডের রাইন ওকে মার্কেটের সামনে। ঢাকা থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী ঢাকা মেট্রো ব-১১-৬৫৬৪ একটি বাস উল্লিখিত স্থানে একটি রিক্সাকে চাপা দেয়। এতে রিক্সাযাত্রী রতন মিয়া (৪৫), অজ্ঞাত চালক (৩৪) ও পথচারী মকবুল হোসেন ঘটনাস্থলে নিহত হয়। নওগাঁ ॥ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁয় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফারাদপুর (শ্মশানঘাটি) নামক স্থানে। শেরপুর ॥ শেরপুরে কামারিয়া-নকলা সড়কে সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেÑ নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জানু মিয়া (১৭) ও আব্দুস সালামের ছেলে রাজীব আহমেদ (১৮)। বাগেরহাট ॥ বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী বলাই চন্দ্র রায় (৪৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে খুলনা থেকে বাগেরহাটে ফেরার পথে খুলনা-বাগেরহাট সড়কের লখপুর নামক স্থানে দ্রুতগতির বেপরোয় ট্রাকের তলায় পিষ্ট হন। এ সময় তার ছেলে গৌরব রায়ও আহত হন। ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর-হলিধানী সড়কে সিএনজি ও পাওয়ার টিলারের সংঘর্ষে আনোয়ারা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার ওই সড়কের মহামায়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের হাশেম আলীর স্ত্রী। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম হোসেন (৪০) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও দুই যাত্রী। শুক্রবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়রচিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি ট্রাকের ধাক্কায় আকাশ (২২) নামে একটি যাত্রীবাহী বাসের হেলপার নিহত হয়েছে। আকাশ বৃহস্পতিবার রাতে ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত চলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাফিক পুলিশকে দায়ী করে পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। কলাপাড়া ॥ কলাপাড়ায় ব্যাটারিচালিত রিক্সার ধাক্কায় বৃদ্ধা সুন্দরী বেগম (৭৫) মারা গেছেন। শুক্রবার সকাল আটটার দিকে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। সুন্দরী বেগম তার নিজের বাসা থেকে মেয়ের বাসায় যাচ্ছিলেন। দিনাজপুর ॥ দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রিয়া মন্ডল (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছে। সে হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামে প্রকাশ মন্ডলের মেয়ে। স্থানীয় সাধুরিয়া স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। সীতাকুন্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীাতাকুন্ডে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মনির হোসেন হৃদয় (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে অপর আরোহী সৈয়দপুর বাকখালী এলাকার আইয়ুব খানের পুত্র আইনুল আজাদ। গত শুক্রবার দুপুরে উপজেলার মহাসড়কের ফকিরহাট উকিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট ॥ শহরের কুটিবাড়ি এলাকায় বাসের চাপায় এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলবাড়ি হতে জয়পুরহাটগামী যাত্রীবাহী বাস কুটিবাড়ি এলাকায় পৌঁছালে সদর উপজেলার চক ভারুনিয়া গ্রামের জবেদুল ইসলাম (৭০) সাইকেলে চড়ে সড়ক অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
×