ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ ॥ কাদের

প্রকাশিত: ০৪:৩৮, ৭ এপ্রিল ২০১৮

আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৬ এপ্রিল ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস, আর বিএনপির ক্ষমতার উৎস হচ্ছে বন্দুকের নল উঁচিয়ে। সামরিক শাসন জারি করেছেন, সামরিক শাসক থাকা অবস্থায় দল গঠন করেছেন তার পরে রাজনীতির নামাবলি গায়ে জড়িয়েছেন তারা। তাদের ক্ষমতার উৎস হলো বন্দুকের নল। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বেগম জিয়া কারাগারে আছেন আদালতের নির্দেশে। তার মুক্তি পাওয়ার বিষয়টি আদালাতের এখতিয়ার। এ বিষয়ে সরকার কোন হস্তক্ষেপ করছে না। মন্ত্রী বলেন, বিএনপি আর দুর্নীতি সমর্থক শব্দ। তারা তাদের গঠনতন্ত্রের ৭ ধারা রাতের আঁধারে বাদ দিয়েছেন। কারণ ৭ ধারায় বলা ছিল কোন দুর্নীতিবাজ দলের কোন নেতা হতে পারবেন না। খালেদা জিয়ার সাজা হওয়ার ১০ দিন আগে তারা ৭ ধারা গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে। বর্তমানে যাকে দলের শীর্ষ পদে বসিয়েছে তিনিও সাজাপ্রাপ্ত আসামি। মন্ত্রী মহাসড়কের রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রসঙ্গে বলেন, আগামী মে মাসের ১৫ তারিখের মধ্যে প্রথম ফেজের কাজ শেষ হবে এবং দ্বিতীয় ফেজের কাজ আগামী জুন মাসে শেষ হলে তখন প্রধানমন্ত্রী উদ্বোধন করা হবে বলে আশা করছেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীন ২০ ইসিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ঐক্য শিং, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ সড়ক বিভাগের কর্মকর্তাগণ।
×