ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার দুই বাসের চাপে কোমরের হাড় ভাঙল গৃহবধূর

প্রকাশিত: ০৪:৩৬, ৭ এপ্রিল ২০১৮

এবার দুই বাসের চাপে কোমরের হাড় ভাঙল গৃহবধূর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাওরানবাজারে দুই বাসের চাপে এক তরুণের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নিউমার্কেট এলাকায় দুই বাসের চাপে আয়েশা খাতুন (২৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার কোমরের হাড় ভেঙ্গে গেছে। শুক্রবার নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলী জানান, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আটক মোজাহারুল ইসলাম বিকাশ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৯২৭৮) বাসের চালক। অন্য বাসটির (ঢাকা মেট্রো-ব ১১-৯৯৯৪) চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ জানায়, আটক চালক মোজাহারুল ইসলাম গাজীপুরের টঙ্গী থানার ব্যাংকপাড়া সুমি আক্তারের বাসার ভাড়া থাকে। তার বাড়ি রংপুরের পীরগাছায়। বাবার নাম আনছার আলী। গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় রাজীব হোসেন (২২) নামে এক ছাত্রের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত আয়েশা খাতুনের স্বামী তানভীর আহমেদ তাহের জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মেয়ে আহনাদকে ধানমন্ডির স্কলাস্টিকা স্কুলে পৌঁছে দিতে আয়েশা খাতুন বাসা থেকে বের হন। একটি রিক্সায় তারা নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে এলে একই দিক থেকে বেপরোয়া গতিতে আসা বিকাশ পরিবহনের দুটি বাস রিক্সাটিকে দুদিক দিয়ে চাপ দেয়। এতে ওই রিক্সায় থাকা আয়েশা, তার মেয়ে আহনাদ ও রিক্সাচালক আহত হন। আয়েশার শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে। মেয়ে আহনাদ মাথায় আঘাত পায়। তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক ওদের উদ্ধার করে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকেই মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানানো হয়। এরপর আমি এবং আমার শাশুড়ি হাসপাতালে ছুটে আসি। তানভীর আহমেদ জানান, সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, আমার স্ত্রীর কোমরের দুটি হাড় সম্পূর্ণ ভেঙ্গে গেছে। এতে নিচের অংশ অকেজো হয়ে গেছে। তার মেজর অপারেশন করা হয়েছে। এখন তিনি বসতে পারবেন কিন্তু চলতে পারবেন না। তানভীর আহমেদ তাহের বলেন, একটি দুর্ঘটনা আমাদের সুখের সংসার তছনছ করে দিল।
×