ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজই শিরোপা উৎসব করবে ম্যানসিটি?

প্রকাশিত: ০৪:২০, ৭ এপ্রিল ২০১৮

আজই শিরোপা উৎসব করবে ম্যানসিটি?

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র তিন পয়েন্ট ঝুলিতে ভরলেই শিরোপা পুনরুদ্ধার। ম্যাচ হাতে আছে সাতটি। শিরোপা যে হাতছোঁয়া দূরত্বে সেটা সকলেই বুঝতে পারছেন। তবে এতটা সময় নিতে রাজি নয় ম্যানচেস্টার সিটি। আজ রাতে ম্যানচেস্টার ডার্বিতেই শিরোপা উৎসব করতে চায় পেপ গার্ডিওলার শিষ্যরা। অর্থাৎ ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি জিতলেই ছয় খেলা হাতে রেখে শিরোপা উৎসব করবেন কোম্পানি, এ্যাগুয়েরো, ব্রুইনরা। জোশে মরিনহোর দলকে হারালেই তৃতীয়বারের মতো প্রিমিয়ার লীগের শিরোপা জয় করবে সিটি। লীগে ছয় ম্যাচ হাতে রেখে শিরোপা জিততে পারলে রেকর্ডও গড়বে তারা। লীগের ইতিহাসে ছয় ম্যাচ হাতে রেখে দ্রুত শিরোপা জয়ের রেকর্ড এখন পর্যন্ত করতে পারেনি কোন দল। বর্তমানে ৩১ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানচেষ্টার সিটি। সমানসংখ্যক ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেষ্টার ডার্বির লড়াইয়ে জয় পেলে সিটির পয়েন্ট হবে ৮৭। ৬৮ পয়েন্টেই থেকে যাবে ইউনাইটেড। তখন সিটি ও ইউনাইটেডের পয়েন্ট ব্যবধান হবে ১৯। এরপর লীগে ম্যাচ বাকি থাকবে ৬টি করে ম্যাচ। পরের সবগুলো ম্যাচে হারলে ৮৭ পয়েন্টেই থাকবে সিটি। আর পরের সবগুলো ম্যাচ ইউনাইটেড জিতলে পয়েন্ট হবে ৮৬। তবে ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে ম্যানচেষ্টার ডার্বিতেই শিরোপা উৎসবে মেতে উঠতে চাইছে ম্যানচেস্টার সিটি। দলের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, শিরোপা থেকে মাত্র একটি জয় দূরে দাঁড়িয়ে আমরা। ম্যানচেষ্টার ডার্বিতে জয় পেলেই তৃতীয়বারের মতো শিরোপার স্বাদ নিব আমরা। শিরোপার তকমাটা গায়ে মাখতে মুখিয়ে আছি। ডার্বির ম্যাচ জিতে শিরোপা জয় নিশ্চিত করতে পারার আনন্দই হবে অন্যরকম। ম্যাচটিও আমাদের মাঠে। নিজেদের মাঠে বড় কিছু অর্জনের আনন্দ করাটা সবসময়ই আনন্দের। শিরোপার উৎসব করতে মুখিয়ে ম্যানচেষ্টার সিটি। কিন্তু ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামার আগে কপালে চিন্তার ভাঁজ দলটির। কারণ চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত করে ম্যান সিটি। তবে এই হার নিয়ে চিন্তিত নন কোম্পানি। বেলজিয়ান তারকা বলেন, চ্যাম্পিয়ন্স লীগে এখনও আমাদের আশা শেষ হয়ে যায়নি। এখনও আমাদের একটি সুযোগ আছে। তবে প্রিমিয়ার লীগে ভাল করতে অনেক সুযোগ পেয়েছি। আমরা প্রিমিয়ার লীগকে অগ্রাধিকার দিব। ২০১১-১২ ও ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লীগের শিরোপা জয় করে ম্যানচেস্টার সিটি। দু’বারই দলের সদস্য ছিলেন কোম্পানি। আরও একবার সিটির হয়ে শিরোপা উৎসবে মাততে চান তিনি। বলেন, আগের দুইবার প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের স্মৃতি এখনও মনে আছে। তবে আরও একবার শিরোপায় হাত দেয়ার সুযোগ এসেছে। এই সুযোগটি কাজে লাগাতে আমরা দল হিসেবে সর্বাত্মক চেষ্টা করব। শিরোপা জয়ের কোন সুযোগ নেই বললেই চলে ম্যানচেস্টার ইউনাইটেডের। তারপরও অলৌকিক কিছু ঘটলে শিরোপা স্বাদ পেলেও পেতে পারে তারা। তবে শিরোপা নিয়ে আপাতত কোন চিন্তা তাদের নেই। ম্যানচেষ্টার ডার্বির ম্যাচ জিততে চান ইউনাইটেডের কোচ জোশে মরিনহো। তিনি বলেন, ম্যানচেষ্টার ডার্বির লড়াই সবসময়ই মর্যাদাকর। এবারও ব্যতিক্রম নয়। শিরোপা নিয়ে এখন ভাবার কোন সুযোগ নেই। আমরা এখন ম্যানচেস্টার ডার্বির লড়াই জিততে চাই। এই জয় সবসময়ই আনন্দের। প্রিমিয়ার লীগের প্রথমপর্বে নিজেদের মাঠে সিটির কাছে ২-১ গোলে ম্যানচেষ্টার ডার্বির লড়াইয়ে হার মেনেছিল ইউনাইটেড।
×