ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আর্সেনাল-এ্যাটলেটিকোর এক পা সেমিতে

প্রকাশিত: ০৪:২০, ৭ এপ্রিল ২০১৮

আর্সেনাল-এ্যাটলেটিকোর এক পা সেমিতে

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ জয়ে উয়েফা ইউরোপা লীগ ফুটবলের সেমিফাইনালের পথে এগিয়ে গেছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের নিজ নিজ ম্যাচে সহজ জয় পেয়েছে দল দু’টি। লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ৪-১ গোলে হারিয়েছে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোকে। আর মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে এ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে পরাজিত করে পর্তুগীজ ক্লাব স্পোটিং সিপিকে। ফিরতি লেগে ১২ এপ্রিল স্পোর্টিংয়ের মাঠে এ্যাটলেটিকো ও মস্কোর মাঠে খেলবে আর্সেনাল। ঘরের মাঠে শুরু থেকেই মস্কোর ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল। এর সুবাদে দ্বিতীয় মিনিটে গোল পায় আর্সেন ওয়েঙ্গারের দল। কিন্তু সেটি অফসাইটের কারণে বাতিল হয়। অবশ্য প্রথম গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের নবম মিনিটেই মিডফিল্ডার এ্যারন রামসে দলকে গোলের স্বাদ দেন। ডিফেন্ডার হেক্টর বালবিরনির জোগান দেয়া বল ১০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন রামসে। রামসের গোলের লিডটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্সেনাল। ১৫ মিনিটে মস্কোকে খেলায় ফেরান ২১ বছর বয়সী মিডফিল্ডার আলেক্সান্ডার গোলোভিন। অবশ্য সমতা দীর্ঘক্ষণ থাকতে পারেনি। ম্যাচে দ্বিতীয়বারের মতো লিড নেয় আর্সেনাল। ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে আরেকবার এগিয়ে নেন স্ট্রাইকার আলেকজান্ডার লাকাজেট। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। এরপর এই লিড আরও বাড়ে ১২ মিনিটের ব্যবধানে। ২৩ মিনিটে দ্বিতীয় গোলের পর ৩৫ মিনিটের স্কোর লাইন ৪-১ করে গানার্সরা। ২৮ মিনিটে রামসে ও ৩৫ মিনিটে লাকাজেট নিজেদের দ্বিতীয় গোল করেন। ফলে বড় ব্যবধানে এগিয়ে ম্যাচের বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে স্কোর লাইন বাড়াতে পারেনি কোন দলই। অর্থাৎ ম্যাচের ৯ থেকে ৩৫Ñ এই ২৬ মিনিটের মধ্যে চার গোল আদায় করে নেয় আর্সেনাল। দুটি গোলে ‘এ্যাসিস্ট’ আর দলকে পেনাল্টি উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন মেসুত ওজিল। ১৪ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ইউরোপিয়ান কোন টুর্নামেন্টে ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল করেছে আর্সেনাল। আর্সেনালের মতো জয়ের স্বাদ নিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদও। ম্যাচের প্রথম মিনিটেই স্পোর্টিংকে চাপে ফেলে দেয় মাদ্রিদ। মাঠে বল গড়ানোর ২৩ সেকেন্ডের সময় স্পেনের মিডফিল্ডার কোকে গোলটি করেন। ইউরোপা লীগে এটাই এ্যাটলেটিকোর দ্রুততম গোল। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রইকার দিয়াগো কোস্টার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের বক্সের মধ্যে গোল করেন কোকে। এই গোলে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ম্যাচের বাকি সময়ে নিজেদের সেরাটাই দিয়েছে দিয়াগো সিমিওনের দল। তবে এরপর আর মাত্র একটি গোল করতে পারে তারা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মাঝ মাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় প্রবেশ করে একক প্রচেষ্টায় ম্যাচের দ্বিতীয় ও শেষ গোল করেন ফ্রান্সের স্ট্রাইকার এ্যান্টোনি গ্রিজম্যান। াত্র ২৩
×