ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘স্মিথ-ওয়ার্নারের শাস্তি ক্রিকেটের ভাবমূর্তি ফেরাবে’

প্রকাশিত: ০৪:১৯, ৭ এপ্রিল ২০১৮

‘স্মিথ-ওয়ার্নারের শাস্তি ক্রিকেটের ভাবমূর্তি ফেরাবে’

স্পোর্টস রিপোর্টার ॥ একটি ঘটনায় তোলপাড় সারাবিশ্ব। বল টেম্পারিং যুগে যুগে অনেকবার হলেও এবার কেপটাউন টেস্টে আলোড়ন তোলে। কারণ সংবাদ সম্মেলনে অকপটে টেম্পারিং করার বিষয়টি স্বীকার করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। এমনিতেও দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজে সবার তীব্র মনোযোগী দৃষ্টি ছিল। কারণ সিরিজের শুরু থেকেই বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছিল মাঠের কিছু অযাচিত ঘটনায়। শেষ পর্যন্ত স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ১ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। সিএ’র এই পদক্ষেপ ক্রিকেটের বিনষ্ট হওয়া ভাবমূর্তি অনেকটাই ফিরিয়ে আনতে পারবে বলেই দাবি করেছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান। মরগান ক্রিকেট ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও বিভিন্ন সময়ে অনেকগুলো দলেরই প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু কখনই বলের আকারে পরিবর্তন এনে তার আচরণ পাল্টানোর মতো ঘটনার সাক্ষী হননি। কিন্তু অস্ট্রেলিয়ার মতো একটি দলের কাছ থেকে বল টেম্পারিং করা এবং সেজন্য স্যান্ডপেপার (সিরিশ কাগজ) ব্যবহার করার বিষয়টি দারুণ বিস্মিত করেছে তাকে। মরগান দাবি করেন এতে করে অবশ্যই ক্রিকেট খেলার সৌন্দর্য নষ্ট হয়েছে এবং ভাবমূর্তিও ক্ষুণœ হয়েছে। তবে তিনি মনে করেন স্মিথ ও ওয়ার্নারকে দেয়া বড় শাস্তিটা নিশ্চিতভাবেই ক্রিকেটের জন্য ভাল একটি বার্তা। এটি সারাবিশ্বে হওয়া সর্বপর্যায়ের ক্রিকেটে ভাল একটি মনোভাবের সৃষ্টি করবে। মরগান বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া শাস্তিতেই বোঝা যায় আসল ত্রুটিটা কতখানি মারাত্মক ছিল। এছাড়া তারা কত গুরুত্ব নিয়ে বিষয়টি বিবেচনা করেছে, কতখানি মূল্য দিয়েছে এবং খেলার আইন, মনোভাবের প্রতি যতœশীল হয়েছে তার প্রমাণ এখান থেকেই পাওয়া যায়। গত কয়েক সপ্তাহ ধরেই খেলার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়েছে। কিন্তু আমি মনে করি সবকিছুতে এখন সামঞ্জস্য চলে এসেছে এই শাস্তি আরোপ করার মাধ্যমে।’ মরগান মনে করেন সিএ যে পদক্ষেপ নিয়েছে সেটা অনেক বড় সিদ্ধান্ত। কারণ স্মিথ এবং ওয়ার্নার নিঃসন্দেহে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় মাপের দুই ক্রিকেটার। এমনকি তিনি মনে করেন স্মিথ সারাবিশ্বেরই অন্যতম সেরা একজন ক্রিকেটার। মরগান এ বিষয়ে বলেন, ‘তারা তাদের বাজে কোন খেলোয়াড় নয়। এ দুইজন তাদের সেরা। একজন তো তাদের সর্বকালের সেরা হয়ে উঠেছেন। সুতরাং এমন দুই খেলোয়াড়ের বিপক্ষে এত বড় শাস্তি দেয়াটা কঠিন এবং অনেক বেশি। আমি খুবই বিস্মিত হয়েছি যে ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। এ কারণে এই শাস্তিটাকে আমি ভুল বলব না। কারণ এতে করে ক্রিকেটের ভাবমূর্তিটা বেশ ভালভাবেই ফিরে আসবে।’
×