ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শূন্যনের ‘লালজমিন’ নাটকের ১৫০তম প্রদর্শনী

প্রকাশিত: ০৪:১২, ৭ এপ্রিল ২০১৮

শূন্যনের ‘লালজমিন’ নাটকের ১৫০তম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ দেশের বরেণ্য নাট্যাভিনেত্রী মোমেনা চৌধুরীর অভিনীত শূন্যন রেপার্টরি থিয়েটার প্রযোজিত ‘লালজমিন’ নাটকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে ও বিদেশের মাটিতে একের পর এক নাটকটির প্রদর্শনী হয়ে আসছে। এরই ধারাবাহিতায় মৌলভীবাজারে গত ৫ এপ্রিল নাটকটির ১৪৯তম এবং ৬ এপ্রিল শুক্রবার শ্রীমঙ্গল বিজয়ী থিয়েটারের আয়োজনে স্থানীয় মহসিন অডিটরিয়ামে ‘লালজমিন’ নাটকের ১৫০তম প্রদর্শনী হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটম-লে ২০১১ সালের ১৯ মে ‘লালজমিন’ নাটকের প্রথম মঞ্চায়ন হয়। মান্নান হীরা রচিত ‘লালজমিন’ নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। আর এতে একক অভিনয় করেন দেশের বিশিষ্ট নাট্যাভিনেত্রী মোমেনা চৌধুরী। ৭ বছরেই ‘লালজমিন’ নাটকের ১৫০তম প্রদর্শনী সম্পন্ন হয়েছে। ২০১১ সালের পর ৭ বছরে নাটকটির দেড়শতম মঞ্চায়ন হয়েছে। এর কারণ নাটকটির গল্প মুক্তিযুদ্ধে একটি খন্ডচিত্রের বয়ান। আর বড় কারণ দেশের বরেণ্য নাট্যাভিনেত্রী মোমেনা চৌধুরীর প্রাণবন্ত অভিনয়। পাশাপাশি মুক্তিযুদ্ধে একজন কিশোরীর অংশগ্রহণ, গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ-সবশেষে স্বাধীনতা অর্জন দর্শকদের এক নতুন অভিজ্ঞতার সম্মুখে দাঁড় করিয়ে দেয় ‘লালজমিন’। ‘লালজমিন’ কিশোরীর রক্তরাঙা অভিজ্ঞতার মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ। ‘লালজমিন’ নাটকের গল্প তের পেরিয়ে চৌদ্দ বছর ছুঁই ছুঁই এক কিশোরী কন্যার গল্প। কিশোরীর দু’চোখ জুড়ে মানিক বিলের আটক লাল পদ্মের জন্য প্রেম। সে কৈশোরেই শোনে বাবা-মায়ের মধ্যরাতের গুঞ্জন। শুধু দু’টি শব্দ কিশোরীর মস্তকে আর মনে জেগে রয়, মুক্তি-স্বাধীনতা। ওই বয়সে কিশোরী এক ছায়ার কাছ থেকে প্রেম পায়। বাবা যুদ্ধে চলে যায়। অগোচরে কিশোরী নানা কৌশলে যুদ্ধে যাওয়ার আয়োজন করে, সশস্ত্র যুদ্ধ। কিন্তু বয়স তাকে অনুমোদন দেয় না। এক পর্যায়ে কিশোরীর সেই ছায়াপ্রেম সম্মুখে দাঁড়ায়। সে তার সেনাপতিকে চিনতে পারে। তারপর যুদ্ধ যাত্রা। ‘লালজমিন’ নাটকের ১৫০তম প্রদর্শনী প্রসঙ্গে অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, শুরু থেকে নাটকটির প্রতি দর্শকদের আমাদের পথচলাকে করেছে গতিময়। কৃতজ্ঞতা প্রকাশ করছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যারা আমাদের ‘লালজমিন’ নাটকটি প্রদর্শন করার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করি আরণ্যক নাট্যদলের কাছে। আর আমাদের সবটুকু ভালবাসা দর্শকদের জন্য। তাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়েছি। কৃতজ্ঞতা জানাই সকল প্রেস মিডিয়া এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদের। যারা ‘লালজমিন’ নাটকের সংবাদ প্রচার করে আমাদের পথচলাকে গতিশীল করেছেন। ধন্যবাদ ফেসবুক বন্ধুদের। সকলের কাছে দোয়া চাই যেন প্রকৃতি, পরিবেশ সবকিছু আমাদের অনুকূলে থাকে। তাহলে ‘লালজমিন’ নাটকটির হাজারো প্রদর্শনী করতে চাই। শূন্যন প্রযোজিত এবং মোমেনা চৌধুরী অভিনীত ‘লালজমিন’ নাটকের পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক। সঙ্গীত পরিকল্পনা করেছেনে জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু, নীলা সাহা। মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।
×